রবিবার, অক্টোবর ৫, ২০২৫

২ অক্টোবর ১১৮৭ আল আকসা বিজয়: এক মহাবীরের গল্প

বহুল পঠিত

ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হল ২ অক্টোবর ১১৮৭ সাল। এই দিনে, মুসলিম বিশ্বের কিংবদন্তি বীর এবং কূটনীতিক সালাহউদ্দিন আইয়ুবী অবশেষে বায়তুল মোকাদ্দাস (আল আকসা, জেরুজালেম) শহরটি খ্রিস্টান ক্রুসেডারদের থেকে পুনরুদ্ধার করেন। দীর্ঘ ও পরিকল্পিত যুদ্ধের পর এই বিজয় অর্জিত হয়।

শুধু জয় নয়, মানবতার দৃষ্টান্ত

এই বিজয় কেবল একটি ভূখণ্ড পুনরুদ্ধার ছিল না। বরং, এটি মুসলিম জাতির আত্মমর্যাদা, ঐক্য এবং মানবিক নেতৃত্বের প্রতীক হয়ে ওঠে। সালাহউদ্দিন আইয়ুবী জেরুজালেম পুনর্দখলের পর প্রমাণ করেন যে, যুদ্ধ জয় করার চেয়েও গুরুত্বপূর্ণ হলো মানুষের প্রতি দয়া ও সুবিচার প্রদর্শন করা।

বিশেষ করে খ্রিস্টান অধিবাসীদের প্রতি তাঁর সদয় আচরণ এবং রক্তপাত এড়ানোর সিদ্ধান্ত ইতিহাসে বিরল। পশ্চিমা ইতিহাসবিদরাও তাঁকে একজন ন্যায়বান ও উদার শাসক হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

মধ্যযুগে ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ

সালাহউদ্দিনের বিজয় ধর্মীয় সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। তিনি বিজিত জনপদের জনগণের ধর্মীয় স্বাধীনতা বজায় রেখে একটি শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ সৃষ্টি করেন। এভাবে, ২ অক্টোবর দিনটি শুধু মুসলিম ইতিহাসে নয়, বরং বিশ্ব ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে।

আজকের দিনে এই গল্পের গুরুত্ব

আজ, যখন ফিলিস্তিনের যন্ত্রণায় আমাদের অন্তর ভেঙেছে। গাজা রক্তে ভাসছে, মা-বাবারা সন্তানহারা, শিশুদের আর্তনাদ বাতাস ভারী করছে। পানি, খাবার, বিদ্যুৎ, ওষুধ সবই শেষ। নিরাপদ আশ্রয় নেই, সাহায্যের পথ বন্ধ। খুধার জ্বালায় মারা যাচ্ছে অসংখ্য মানুষ।

তবুও ফিলিস্তিনের বীর যুবকরা লড়ে যাচ্ছে তুফান বেগে জেনো খুজে ফিরছে মহান বীর সুলতান সালাহউদ্দিন আইয়ুবীরকে, বিশ্ববাসীকে বলছে- আমরা একা নই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। দীর্ঘ নিপীড়নের পর এই তুফান ইসরাইলের পরাজয়ের নিদর্শন।

আজ সালাহউদ্দিন আইয়ুবীর মতো নেতাদের ইতিহাস স্মরণ করা অত্যন্ত জরুরি। তাঁর জ্ঞান, সাহস এবং মানবিক আচরণ আমাদের শেখায়, কীভাবে নেতৃত্ব দিতে হয় সম্মান ও সহানুভূতির সঙ্গে।

বিশ্বের অনেক দেশ নীরব, মানবতার সিঁড়ি যেন আজ কোথাও অবশিষ্ট নেই। ফিলিস্তিনের জন্য আমাদের অশ্রু আর দোয়া, ধৈর্য ধরে অপেক্ষা ছাড়া আর কোন উপায় নেই। আল্লাহ দোষীদের শাস্তি দিবেন, মজলুমদের মুক্তি দিবেন-ইনশাআল্লাহ।

আরো পড়ুন

৩ অক্টোবরের ঐতিহাসিক মুহূর্ত: স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি

৩ অক্টোবরের ঐতিহাসিক মুহূর্ত ইতিহাসের পাতায় জেগে ওঠে বহু ঘটনার স্মৃতি।একেক বছর এই তারিখে রচিত হয়েছে রাষ্ট্রের ভাগ্য, আর মানুষ পেয়েছে নতুন কিছু উপলব্ধির...

ইতিহাসের পাতায় ৩ অক্টোবর: চুক্তি, বিপ্লব ও যুগান্তকারী মুহূর্ত

৩ অক্টোবর - একটি তারিখ, যার পৃষ্ঠার ভাঁজে লুকিয়ে আছে বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ মোড়। এই দিনে জন্ম নিয়েছে নতুন রাষ্ট্র, স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিক চুক্তি, সূচিত হয়েছে আন্দোলন, আর শেষ হয়েছে কিছু অনন্য চিন্তাবিদের জীবন।

রাষ্ট্রপতির সঙ্গে শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা বিনিময় হিন্দু ধর্মাবলম্বীদের

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার সকালে বিভিন্ন শ্রেণি-পেশার হিন্দু ধর্মাবলম্বী নাগরিকরা বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ

error: Content is protected !!