আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৬টায় রাজনৈতিক সংলাপে ড. ইউনূস বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গেও অংশ নিচ্ছেন।
বৈঠক দুটি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।
রাজনৈতিক সংলাপের গুরুত্ব
সংলাপের মূল উদ্দেশ্য হলো- সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। দেশের রাজনীতিতে সমঝোতার পরিবেশ তৈরিতে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা।
ধারাবাহিক সংলাপ চলছে
এর আগে, গতকাল মঙ্গলবার বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন অধ্যাপক ইউনূস। ধারাবাহিক এই সংলাপে ইতোমধ্যেই সরকার, বিরোধী দল, ছোট রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ঐক্যমতের পথে অগ্রগতি
রাজনৈতিক সংলাপকে ঘিরে দেশজুড়ে প্রত্যাশা বেড়েছে। সাধারণ জনগণ ও সুশীল সমাজ মনে করছে, এই সংলাপের মাধ্যমেই হতে পারে দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার অবসান। প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই আলোচনা স্বচ্ছতা, বিশ্বাস ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার পথে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।




