রবিবার, জানুয়ারি ১১, ২০২৬

ভারতকে ৯৩ রানে গুটিয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার রোমাঞ্চকর জয়

বহুল পঠিত

কলকাতার ইডেন গার্ডেনে ক্রিকেটপ্রেমীরা দেখল এক অবিশ্বাস্য নাটকীয় দিনের জন্ম। মাত্র ৪৭ রান দরকার ছিল ভারতের, আর হাতে ছিল ৩ উইকেট। কিন্তু স্কোরকার্ডে দেখা গেল, শুবমান গিল চোট পেয়ে হাসপাতালে-মানে কার্যত ভারতের হাতে ছিল মাত্র ২ উইকেট

অক্ষর প্যাটেল ও যশপ্রীত বুমরার জুটির ভরসায় তখনও স্বপ্ন দেখছিল ভারত। পুরো গ্যালারিই তাকিয়ে ছিল সেই জুটির দিকে।

বাভুমার সাহসী সিদ্ধান্তে বদলে যায় ম্যাচের চিত্র

এমন উত্তেজনার মুহূর্তে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা নিলেন চমকপ্রদ সিদ্ধান্ত—বাঁহাতি ব্যাটার অক্ষরের সামনে আনলেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজকে। ধারাভাষ্যকারদের মধ্যেই শুরু হয়ে গেল বিতর্ক- “বাঁহাতির সামনে বাঁহাতি বোলার কেন?”

মহারাজের প্রথম চার বলেই অক্ষর হাঁকালেন দুই ছক্কা ও এক চার। ভারতীয় ড্রেসিংরুমে জ্বলে উঠল নতুন আশা। কিন্তু সেই ঝড় বেশিক্ষণ টিকল না।

পঞ্চম বলেই আরেকটি ছক্কা মারতে গিয়ে অক্ষর ১৭ বলে ২৬ রানে বাভুমার হাতে ক্যাচ তুলে দেন।
পরের বলেই মহারাজের টার্নে ধরা পড়েন মোহাম্মদ সিরাজ।

মাত্র দুই বলে ভারত হারাল শেষ ভরসা দুই ব্যাটারকে- আর ম্যাচও চলে গেল দক্ষিণ আফ্রিকার দিকে।

শেষ পর্যন্ত ভারত গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে

প্রথম ইনিংসের লিডও বাঁচাতে পারল না ভারত

ম্যাচের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ১৫৯ রানে।
জবাবে ভারত তোলে ১৮৯ রান- পায় ৩০ রানের লিড।

কিন্তু দ্বিতীয় ইনিংসে টেম্বা বাভুমার অনবদ্য ৫৫ রানের লড়াকু ইনিংস ভর করে দক্ষিণ আফ্রিকা তোলে ১৫৩।
ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৪ রান।

কিন্তু নিজেদের চেনা কন্ডিশনে হার্মান-মহারাজদের স্পিনে ছিন্নভিন্ন হয়ে পড়ে ভারতীয় ব্যাটিং।
তাড়া করতে গিয়ে একশ রানও করতে পারল না স্বাগতিকরা।

ভারতের মাঠে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জয়গুলোর একটি

এমন কম স্কোরে তাড়ায় হার ভারতের মাঠে খুব কমই দেখা গেছে। এর আগে ২০০৪ সালে মুম্বাই টেস্টে ১০৭ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ৯৩ রানে অলআউট হয়েছিল।

এই জয়ে শেষ হলো ১৫ বছরের অপেক্ষা– ২০১০ সালের ফেব্রুয়ারির পর এবার প্রথমবার ভারতের মাঠে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা।

সিরিজে ১–০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা।

আরো পড়ুন

নাটকীয় প্রত্যাবর্তন! টাইব্রেকারে মার্সেইকে হারিয়ে আবারও ফরাসি সুপার কাপ জিতল পিএসজি

পরাজয়ের একেবারে দুয়ার থেকে ফিরে এসে অবিশ্বাস্য নাটক উপহার দিল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে সেখানে গোলরক্ষক লুকাহ শুভালিয়ের নায়কোচিত পারফরম্যান্সে ফরাসি সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে লুইস এনরিকের শিষ্যরা।

চট্টগ্রাম বনাম সিলেট বিপিএল খেলা: কে হাসবে শেষ হাসি?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনা এখন তুঙ্গে! আজ, অর্থাৎ টুর্নামেন্টের ১৬তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই শক্তিশালী দল—চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স। পয়েন্ট টেবিলের হাড্ডাহাড্ডি লড়াই এবং গত ম্যাচের প্রতিশোধের নেশা—সব মিলিয়ে আজকের সন্ধ্যাটি ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ জমজমাট হতে চলেছে।

বিপিএলে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স: ফিজ-ফাহিম তোপে দিশেহারা প্রতিপক্ষ, শীর্ষে সোহান বাহিনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স। মাঠের লড়াইয়ে ব্যাটে-বলে প্রতিপক্ষকে কুপোকাত করে পয়েন্ট টেবিলের একক শীর্ষস্থান দখল করে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই জয় তুলে নিয়ে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে অনেকটা এগিয়ে গেছে মিকি আর্থারের শিষ্যরা।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ