বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। বিশেষ দিনটিতে স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তিনি। লন্ডন থেকে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি দেন একটি দীর্ঘ স্ট্যাটাস।
বার্তায় তিনি প্রযুক্তি, নারী নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তারেক রহমানের জন্মদিন বার্তায় উল্লেখ করা হয়েছে-আজকের ডিজিটাল বিশ্ব আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্পর্কের সব ক্ষেত্রে প্রভাব ফেলছে। প্রযুক্তি যে গতিতে বিশ্ব এবং বাংলাদেশকে বদলে দিয়েছে, তা আমরা কেউই অস্বীকার করতে পারি না।
তিনি বলেন, “আমাদের কন্যাদের জন্য আজকের পৃথিবী আমাদের শৈশবের তুলনায় অনেক ভিন্ন। সুযোগ যেমন বেড়েছে, ঠিক তেমনি হুমকিও বেশি।”
নারীর নিরাপত্তা ও সুরক্ষা- তারেক রহমানের জন্মদিন বার্তা অনুযায়ী পাঁচ অগ্রাধিকার
১. ন্যাশনাল অনলাইন সেফটি সিস্টেম
- নারীরা সাইবার বুলিং, হুমকি, ভুয়া পরিচয় বা তথ্য ফাঁসের অভিযোগ দ্রুত জানাতে পারবেন
- ২৪/৭ হটলাইন, অনলাইন পোর্টাল এবং প্রশিক্ষিত রেসপন্ডার
- বাংলা কনটেন্ট দ্রুত মডারেশন
২. পাবলিক লাইফে নারীর সুরক্ষা প্রোটোকল
- সাংবাদিক, শিক্ষার্থী ও কমিউনিটি নেত্রীদের জন্য জাতীয় নির্দেশিকা
- দ্রুত আইনি ও ডিজিটাল সহায়তা
- গোপনীয় রিপোর্টিং চ্যানেল
- জনজীবনে অংশ নিলে কোনো নারী যেন নীরব না হয়
৩. ডিজিটাল সেফটি শিক্ষা
- স্কুল ও বিশ্ববিদ্যালয়ে বাস্তবমুখী ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ
- ‘সেফটি ফোকাল পয়েন্ট’ হিসেবে শিক্ষকরা
- বার্ষিক সচেতনতা কার্যক্রম তরুণদের আত্মবিশ্বাসী করে তুলবে
৪. কমিউনিটি-ভিত্তিক সুরক্ষা ব্যবস্থা
- কমিউনিটি হেল্পডেস্ক
- নিরাপদ যাতায়াত
- উন্নত রাস্তার আলো
- ট্রমা-সেনসিটিভ রেসপন্ডার
৫. নারীর নেতৃত্ব ও অংশগ্রহণে জাতীয় উদ্যোগ
- নেতৃত্ব প্রশিক্ষণ ও মেন্টরিং নেটওয়ার্ক
- স্কুল, অফিস ও কারখানায় শিশু যত্ন সুবিধা সম্প্রসারণ
- নারীরা নেতৃত্ব দিতে, সাফল্য অর্জন করতে ও পূর্ণাঙ্গ অবদান রাখতে সক্ষম হবেন
- “নারী উন্নত হলে, জাতি উন্নত হয়।”
তারেক রহমানের জন্মদিন বার্তা শেষ করেছেন এক গুরুত্বপূর্ণ আহ্বান দিয়ে- “আমাদের কন্যাদের এবং আগামী প্রজন্মের জন্য এই নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।”




