বাংলাদেশ পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এ বড়সড় সাফল্য এসেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে পরিচালিত এই অভিযানে মোট ৪৮৮ জন সন্দেহভাজন ও অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস দমনে পুলিশ এই কঠোর অবস্থান গ্রহণ করেছে।
বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ভেরিফায়েড পেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে ১৭টি আগ্নেয়াস্ত্র। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করতে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সড়ক পথেও পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো। পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ব্যাপক তল্লাশি চালানো হয়। এর পরিসংখ্যান নিম্নরূপ:
- মোট ৩৩,৮৭৭টি মোটরসাইকেল তল্লাশি করা হয়েছে।
- মোট ৪৪,৯৩২টি গাড়ি তল্লাশি করা হয়েছে।
- তল্লাশিকালে ৪৮৪টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, অপরাধ নির্মূলে এবং জনমনে স্বস্তি ফেরাতে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সুত্রঃ বাংলাদেশ পুলিশ