রবিবার, জানুয়ারি ১১, ২০২৬

উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত: এসআইসিআইপি’র আওতায় কমিউনিটি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের অংশীদারিত্ব

বহুল পঠিত

ঢাকা, ১১ জানুয়ারি ২০২৬ — উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)–এর আওতায় Entrepreneurship Development Program (EDP) বাস্তবায়নে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিবাংলাদেশ ব্যাংক–এর মধ্যে একটি অংশীদারিত্বমূলক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (SME) উন্নয়ন, নতুন উদ্যোক্তা তৈরি এবং শিল্পখাতে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর পথ আরও সুসংহত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব নুরুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব হুসনে আরা শিখা

কারা কারা স্বাক্ষর করেন

বাংলাদেশ ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন-

  • ডিরেক্টর জনাব নওশাদ মোস্তফা
  • এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (SMESPD)–এর
    প্রোগ্রাম ডিরেক্টর (পিডি) ও অ্যাডিশনাল ডিরেক্টর জনাব মো. নজরুল ইসলাম

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে স্বাক্ষর করেন-

  • ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত

স্বাক্ষরের পর উভয় পক্ষ আনুষ্ঠানিকভাবে চুক্তি বিনিময় করেন।

অনুষ্ঠানে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-

  • বাংলাদেশ ব্যাংকের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (ডিপিডি) – প্রোগ্রামস ও জয়েন্ট ডিরেক্টর জনাব মোহাম্মদ ওয়াসিম
  • কো-অর্ডিনেটর (প্রোগ্রামস) ও ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আরিফুল ইসলাম
  • কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির
    • এসএমই ডিভিশন হেড হোসেন-আল-সাফীর চৌধুরী
    • এগ্রি ডিভিশন হেড শরিফ হাসান মামুন
  • বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা

এই অংশীদারিত্ব কেন গুরুত্বপূর্ণ

এই সমঝোতার মাধ্যমে-

  • নতুন উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও সহায়তা কার্যক্রম জোরদার হবে
  • এসএমই ও এগ্রি খাতের উদ্যোক্তারা বাস্তবমুখী প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পাবেন
  • শিল্পখাতে ইনোভেশন ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে
  • তরুণ উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ দেশের উদ্যোক্তা পরিবেশকে শক্তিশালী করার পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্যে বড় অগ্রগতি: শুল্ক কমানো ও রপ্তানিতে নতুন সম্ভাবনা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর ও ভারসাম্যপূর্ণ করতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

রেমিট্যান্স: প্রবাসীদের শ্রমে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির চাবিকাঠি

রেমিট্যান্স বা প্রবাসী আয়ের সংজ্ঞা ও পরিচয় বৈদেশিক কর্মস্থল থেকে দেশে পাঠানো অর্থই মূলত রেমিট্যান্স বলে পরিচিত। বিশ্বজুড়ে কাজ করা মানুষের উপার্জন যখন নিজ দেশে...

গভীর সমুদ্রে গবেষণায় জোর প্রধান উপদেষ্টার: মিলল ৬৫ নতুন প্রজাতির সন্ধান, টুনা মাছের বিপুল সম্ভাবনা

বাংলাদেশের নীল অর্থনীতি বা ব্লু-ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে গভীর সমুদ্রে গবেষণা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সামুদ্রিক মৎস্যসম্পদ ও ইকোসিস্টেমের ওপর পরিচালিত একটি বিশেষ জরিপ ও গবেষণা প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনি এ গুরুত্বারোপ করেন।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ