ফুটবল মানেই আবেগ, উত্তেজনা আর নাটক—আর যখন লড়াইটা হয় বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ, তখন তা রূপ নেয় বৈশ্বিক মহাযুদ্ধে। ঠিক তেমনই এক শ্বাসরুদ্ধকর ফাইনালে স্প্যানিশ সুপার কাপের মঞ্চে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩–২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা।
এই জয়ে টানা দ্বিতীয়বার সুপার কাপ জিতল কাতালানরা এবং ইতিহাসে ১৬তমবারের মতো ট্রফি উঁচিয়ে ধরল- যা এই প্রতিযোগিতায় সর্বোচ্চ।
বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ: প্রথমার্ধেই গোলের ঝড়
ম্যাচের শুরু থেকেই দু’দল খেলতে নামে আক্রমণাত্মক ফুটবল। বল দখলে এগিয়ে থাকলেও প্রথম বড় সুযোগটি পায় রিয়াল। তবে গোলরক্ষক হোয়ান গার্সিয়ার দৃঢ়তায় বেঁচে যায় বার্সেলোনা।
৩৪তম মিনিটে অবশেষে জালে বল পাঠান রাফিনিয়া। বক্সের ভেতরে নিখুঁত নিচু শটে কোর্তোয়ার কোনো সুযোগ রাখেননি তিনি।
কিন্তু বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ মানেই নাটক—আর সেটাই শুরু হয় যোগ করা সময়ে।
- ভিনিসিউস জুনিয়রের দারুণ গোলে সমতা
- লেভানদোভস্কির লব শটে বার্সেলোনার আবার এগিয়ে যাওয়া
- গনসালো গার্সিয়ার গোল, আবার ২–২
প্রথমার্ধের অতিরিক্ত সময়েই তিন গোল—যা এল ক্লাসিকোর ইতিহাসে বিরল ঘটনা।
রাফিনিয়ার নৈপুণ্যে চূড়ান্ত ব্যবধান
দ্বিতীয়ার্ধে ম্যাচের ছন্দ পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় বার্সেলোনা। মাঝমাঠে পেদ্রি ও ডি ইয়ংয়ের দাপটে আক্রমণের ধার বাড়তে থাকে।
৭২তম মিনিটে আবার আলো ছড়ান রাফিনিয়া। বক্সের ভেতর পড়ে যাওয়ার মুহূর্তে নেওয়া তার শট ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ায়। গোলরক্ষক কোর্তোয়া শুধু তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি।
এই গোলই শেষ পর্যন্ত নির্ধারণ করে দেয় বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ফাইনালের ভাগ্য।
পরিসংখ্যানে বার্সেলোনার আধিপত্য
এই ম্যাচে-
- বল দখল: বার্সেলোনা ৬৮%
- মোট শট: বার্সেলোনা ১৬, রিয়াল ১২
- লক্ষ্যে শট: বার্সেলোনা ৭, রিয়াল ১০
শেষদিকে এমবাপ্পে নামলেও গোলের দেখা পায়নি রিয়াল। বরং যোগ করা সময়ে ফ্রেংকি ডি ইয়ং লাল কার্ড দেখলেও জয় ধরে রাখতে কোনো সমস্যা হয়নি কাতালানদের।
ফ্লিক ম্যাজিক অব্যাহত
এই ট্রফির মাধ্যমে-
- হান্সি ফ্লিকের কোচিংয়ে বার্সেলোনার চতুর্থ শিরোপা
- কোচিং ক্যারিয়ারে ৮ ফাইনাল, ৮ জয়-অবিশ্বাস্য রেকর্ড
অন্যদিকে এই মৌসুমে পঞ্চমবারের মতো হারল রিয়াল মাদ্রিদ।
লা লিগায় একসময় এগিয়ে থাকলেও এখন তারা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে।
এল ক্লাসিকোয় বার্সেলোনার দাপট
সর্বশেষ ছয়টি বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচের পাঁচটিতেই জয় এসেছে বার্সেলোনার ঘরে। গত মৌসুমের সুপার কাপ ফাইনালেও তারা রিয়ালকে হারিয়েছিল ৫–২ গোলে।
বিশেষজ্ঞদের মতে, বড় ম্যাচের মানসিক শক্তি ও ট্যাকটিক্যাল শৃঙ্খলায় এখন স্পষ্টভাবেই এগিয়ে বার্সেলোনা।
ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর
রুদ্ধশ্বাস ম্যাচ, তারকাদের ঝলকানি, নাটকীয় মুহূর্ত আর শেষ পর্যন্ত ট্রফি উঁচিয়ে ধরা—সব মিলিয়ে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ফাইনাল আবারও প্রমাণ করল কেন এই দ্বৈরথকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিদ্বন্দ্বিতা।
বার্সেলোনার সমর্থকদের জন্য এটি নিঃসন্দেহে এক বিশাল সুখবর—আর ফুটবল বিশ্বের জন্য আরেকটি স্মরণীয় ক্লাসিকো।




