বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়ায় যুক্ত হলো নতুন এক মাইলফলক। কেন্দ্রীয় ব্যাংকের নোটিং প্রক্রিয়াকে সম্পূর্ণ অনলাইন ও আধুনিক ব্যবস্থায় নিয়ে যেতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ই-ডেস্ক সিস্টেম। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ড. আহসান এইচ. মনসুর এ নতুন সিস্টেমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নরগণ, নির্বাহী পরিচালকগণসহ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের ডিরেক্টর–লেভেলের কর্মকর্তারা। এ উপলক্ষে গভর্নর নতুন সিস্টেম বাস্তবায়ন ও এর কার্যকর ব্যবহারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
অনলাইন নোটিং প্রক্রিয়ায় নতুন অধ্যায়
ই-ডেস্ক সিস্টেম চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংক নোটিং ও ফাইল নিষ্পত্তির প্রচলিত ম্যানুয়াল পদ্ধতি থেকে বের হয়ে যাচ্ছে। শুরুতে এটি শুধুমাত্র প্রধান কার্যালয়ে কার্যকর করা হলেও খুব শিগগিরই সকল শাখায় ধাপে ধাপে বিস্তৃত করা হবে।
সিস্টেমটি যৌথভাবে ডেভেলপ করেছেন বাংলাদেশ ব্যাংকের এইচআরডি-১ এবং আইসিটি বিভাগ। তাদের তৈরি এই স্বয়ংক্রিয় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নোটিং কার্যক্রম দ্রুত, সুশৃঙ্খল এবং আরও স্বচ্ছ হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
ই-ডেস্ক সিস্টেম: দুই ধাপে পূর্ণ বাস্তবায়ন
নতুন সিদ্ধান্ত অনুযায়ী-
- ১০ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে ডিরেক্টর–লেভেল পর্যন্ত সব নিষ্পত্তিযোগ্য নোটিং ই-ডেস্ক সিস্টেম দিয়েই সম্পন্ন করতে হবে।
- ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংকের সকল স্তরের নোটিং সম্পূর্ণরূপে ই-ডেস্ক সিস্টেমে স্থানান্তর করা হবে।
ব্যাংকিং খাতের ডিজিটালাইজেশনে এটি একটি বড় অগ্রগতি বলে মনে করছেন কর্মকর্তারা। আশা করা হচ্ছে, এই সিস্টেমের মাধ্যমে নোটিং প্রক্রিয়া হবে সময়সাশ্রয়ী, ডকুমেন্ট ব্যবস্থাপনা হবে আরও কার্যকর এবং সার্বিক প্রশাসনিক কাজ হবে দ্রুততর।