শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬

ব্রিগেডিয়ার জেনারেল আজহারুল ইসলাম পেলেন ফরাসি সরকারের সম্মানসূচক পদক

বহুল পঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলাম ফরাসি সরকারের সম্মানসূচক ‘ন্যাশনাল ডিফেন্স মেডেল–গোল্ড লেভেল’ পদক লাভ করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পদক প্রদান করা হয়েছে। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই মর্যাদাপূর্ণ পদক গ্রহণ করেছেন।

ফরাসি রাষ্ট্রদূতের হাতে পদক প্রদান

বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে মঙ্গলবার (২৫ নভেম্বর) এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল আজহারুল ইসলামকে পদক প্রদান করেন। অনুষ্ঠানটি তার বাসভবনে অনুষ্ঠিত হয়।

আইএসপিআর জানায়, এই পদক প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান বিশেষভাবে স্বীকৃত হয়েছে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অসামান্য অবদান

ব্রিগেডিয়ার জেনারেল আজহার ২০২২-২০২৩ সময়কালে কর্নেল পদে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (MINUSMA) এর ফোর্স হেডকোয়ার্টারে ডেপুটি চিফ অব স্টাফ (সাপোর্ট) হিসেবে দায়িত্ব পালন করেন।

এই সময়ে তিনি ১৩,০০০ এরও বেশি শান্তিরক্ষীর লজিস্টিকস ও সাপোর্ট কার্যক্রম দক্ষভাবে সমন্বয় করেন। ফরাসি বাহিনীর ‘বারখান’ অভিযান এবং জাতিসংঘ মিশনের পুনর্বিন্যাস প্রক্রিয়ায় তার নেতৃত্বাধীন টিম বিশেষভাবে সফল হয়।

মালি থেকে শান্তিরক্ষা মিশনের নিরাপদ প্রত্যাহার

২০২৩ সালে মালি থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্তের পর, মাত্র ছয় মাসে ব্রিগেডিয়ার জেনারেল আজহারের নেতৃত্বে সব জাতিসংঘ সদস্য এবং তাদের ব্যবহৃত অস্ত্র-সরঞ্জামাদি নিরাপদে প্রত্যাহার করা সম্ভব হয়। তার দলকে দক্ষ, পেশাদার এবং সুপরিকল্পিত হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দেওয়া হয়।

আন্তর্জাতিক স্বীকৃতি ও অর্জন

ব্রিগেডিয়ার জেনারেল আজহার আগেও সুদান, আইভরি কোস্ট, সোমালিয়া সহ বিভিন্ন দেশে সফলভাবে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও নিষ্ঠা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করেছে।

ফরাসি সরকার এই পদকের মাধ্যমে তার দক্ষতা, পেশাদারিত্ব ও অসামান্য অবদানকে স্বীকৃতি দিয়েছে।

এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের গৌরব আন্তর্জাতিকভাবে তুলে ধরা হলো। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজহারুল ইসলামের নেতৃত্ব এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা ক্ষেত্রে অবদান দেশের জন্য গর্বের বিষয়।

আরো পড়ুন

জুলাই বিপ্লবের বীরদের জন্য আসছে ঐতিহাসিক ‘দায়মুক্তি অধ্যাদেশ’!

ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার কারিগরদের জন্য এক বিশাল সুখবর নিয়ে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বীর যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে সরকার একটি বিশেষ ‘দায়মুক্তি অধ্যাদেশ’ (Indemnity Ordinance) প্রণয়ন করতে যাচ্ছে।

রাজধানীতে ‘জুলাই বীর সম্মাননা’: ১২০০ যোদ্ধা ও সাংবাদিককে বিশেষ স্মারক প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা এবং আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে রাজধানীতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য 'জুলাই বীর সম্মাননা' অনুষ্ঠান। আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঐতিহাসিক ফেলানী হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং সাহসী সাংবাদিকদের বিশেষ সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ড. ইউনূসের ডাক: গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান

একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশবাসীকে ঐতিহাসিক এক সিদ্ধান্তের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূস। আগামী জাতীয় নির্বাচনের পাশাপাশি সম্ভাব্য গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ করেছেন তিনি। ড. ইউনূসের মতে, এটি কেবল একটি ভোট নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাষ্ট্র সংস্কারের এক বড় সুযোগ।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ