বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত অক্সিজেন সামিট ২০২৫-এ সবার জন্য নিরাপদ, সুলভ ও নির্ভরযোগ্য চিকিৎসা অক্সিজেন নিশ্চিত করতে একটি জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান জানানো হয়েছে।সবার জন্য জীবনরক্ষা এ অক্সিজেন শুধু প্রয়োজনই নয়, এটি জীবন রক্ষার মূল চাবিকাঠি।
৭ অক্টোবর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই সম্মেলনের আয়োজন করে আইসিডিডিআর,বি। এতে অংশ নেন সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য খাতের নীতিনির্ধারক, বিজ্ঞানী, উন্নয়ন সহযোগী সংস্থা এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা।
সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল “সবার জন্য নিরাপদ, সুলভ ও নির্ভরযোগ্য মেডিক্যাল অক্সিজেনের জাতীয় রোডম্যাপ”। লক্ষ্য, দেশব্যাপী অক্সিজেন ব্যবস্থাপনায় শক্তিশালী সুশাসন, উদ্ভাবন ও টেকসই বিনিয়োগ নিশ্চিত করা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সাইয়েদুর রহমান। তিনি বলেন, “চিকিৎসা অক্সিজেনের সহজপ্রাপ্যতা নিশ্চিত করা এখন জাতীয় নিরাপত্তার অংশ। আমরা জাতীয় অক্সিজেন নেটওয়ার্ক গঠনে কাজ করছি।”
আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ জানান, “বাংলাদেশ অক্সিজেন উৎপাদনে অগ্রগতি করেছে, কিন্তু এখনও কার্যকর সরবরাহব্যবস্থা নিশ্চিত করতে সুশাসন ও গবেষণায় টেকসই বিনিয়োগ জরুরি।”
সম্মেলনে উপস্থাপিত গবেষণায় দেখা গেছে, PSA, VSA ও VIE প্ল্যান্টের সংখ্যা বাড়লেও, ব্যবস্থাপনার দুর্বলতা ও কারিগরি রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে অক্সিজেন সরবরাহ এখনও ঝুঁকিপূর্ণ।
অক্সিজেন নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে তৈরি The Lancet Global Health Commission on Medical Oxygen Security এর প্রতিবেদন অনুসারে, বিশ্বব্যাপী প্রতি বছর ৩৭৩ মিলিয়ন মানুষের চিকিৎসায় অক্সিজেন প্রয়োজন হয়। এর ৮০% এরও বেশি মানুষ নিম্ন ও মধ্যম আয়ের দেশে বসবাস করে, যেখানে সহজলভ্য অক্সিজেন এখনো চ্যালেঞ্জের মুখে।
সমাপনী অধিবেশনে স্থানীয়ভাবে উদ্ভাবিত অক্সিজেন প্রযুক্তি যেমন বাবল সিপ্যাপ, অক্সিজেট, ও সাশ্রয়ী অক্সিজেন কনসেনট্রেটর উপস্থাপন করা হয়। সম্মেলনের বিশেষজ্ঞরা জানান, অক্সিজেন শুধু একটি চিকিৎসা উপাদান নয়, বরং এটি একটি মানবাধিকার।
এই উদ্যোগ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনেও সহায়ক হবে, বিশেষত মাতৃমৃত্যু হ্রাস, নবজাতক সুরক্ষা, সংক্রামক রোগ প্রতিরোধ ও সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে।




