শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬

ডিজিটাল রূপান্তরে নতুন পরিচয়ে বাংলালিংক: গ্রাহককেন্দ্রিক সেবায় নতুন যুগের সূচনা

বহুল পঠিত

দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক নতুন ব্র্যান্ড পরিচয় উন্মোচন করেছে। প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক সেবার নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে এই রিব্র্যান্ডিং কার্যক্রম গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। VEON-এর বৈশ্বিক লক্ষ্য DO1440–এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলালিংক গ্রাহকের প্রতিটি মিনিটকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় প্রকাশ করেছে।

ডিজিটাল দুনিয়ায় নতুন ভাবনা

বাংলালিংকের নতুন ব্র্যান্ড পরিচয় দেশের পরিবর্তনশীল ডিজিটাল ব্যবহারের ধরনকে কেন্দ্র করেই তৈরি। এখন ব্রাউজিং, স্ট্রিমিং, অনলাইন লার্নিং, গেমিং-সবকিছু আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করতে চায় প্রতিষ্ঠানটি।

নতুন পরিচয়ের রঙ, ডিজাইন ও টোন-অফ-ভয়েস পুরোপুরি গ্রাহককেন্দ্রিক।

এটি স্পিড, সিম্পলিসিটি এবং ডিজিটাল-ফার্স্ট ভাবনাকে গুরুত্ব দেয়। লক্ষ্য- প্রতিটি গ্রাহকের অভিজ্ঞতা যেন হয় আরও মানবিক, সহজবোধ্য এবং মূল্যবান।

বাংলালিংকের সিইও জোহান বুসের মন্তব্য

নতুন পরিচয় নিয়ে মন্তব্য করতে গিয়ে বাংলালিংক সিইও জোহান বুস বলেন-

“এটি শুধুমাত্র লোগো পরিবর্তন নয়- এটি আমাদের মিশন ও মানসিকতার পরিবর্তন। নির্ভরযোগ্য কানেক্টিভিটি, ডিজিটাল অন্তর্ভুক্তি ও জীবনকে সহজ করার সেবা দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা চাই প্রতিটি বাংলাদেশি শেখার, সৃষ্টির, সংযোগের এবং ডিজিটালি উন্নত সমাজে এগিয়ে যাওয়ার সুযোগ পাক।”

দেশব্যাপী রোল-আউট শুরু

নতুন ব্র্যান্ড পরিচয় ছড়িয়ে দেওয়া হবে-

  • সব রিটেইল আউটলেটে
  • অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপে
  • কাস্টমার সার্ভিস চ্যানেলে
  • টিভিসি, ডিজিটাল ক্যাম্পেইন ও আউটডোর প্রচারণায়

এর পাশাপাশি বাংলালিংক নেটওয়ার্ক আধুনিকায়নে এবং বিনোদন, শিক্ষা, গেমিং, লাইফস্টাইলসহ সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম নির্মাণে আরও বিনিয়োগ করছে।

নতুন যুগে পদার্পণ

নতুন ব্র্যান্ড পরিচয়ের মাধ্যমে বাংলালিংক গ্রাহকদের আরও ঘনিষ্ঠভাবে বোঝা, তাদের জন্য আরও স্মার্ট ডিজিটাল অভিজ্ঞতা তৈরি এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। বাংলাদেশের ডিজিটাল জনগোষ্ঠীর দ্রুত পরিবর্তনশীল চাহিদা পূরণে এই রিব্র্যান্ডিং বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

ইউটিউবের চেয়েও বেশি আয়ের সুযোগ আসছে ‘এক্স’-এ!

ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছেন প্রযুক্তি বিলিয়নেয়ার ইলন মাস্ক। যারা অনলাইনে কনটেন্ট তৈরি করে আয় করতে চান, তাদের জন্য একটি বড় বার্তা দিয়েছেন তিনি। মাস্ক ইঙ্গিত দিয়েছেন, জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘এক্স’ (সাবেক টুইটার) থেকে শিগগিরই ইউটিউবের চেয়েও বেশি আয় করা সম্ভব হবে।

রোবটের অসাধারণ পারফরম্যান্স: ব্যাডমিন্টনে মানুষকে হারিয়ে বিশ্বরেকর্ড

চীনের ঝেজিয়াং প্রদেশের শাওশিং শহরে সম্প্রতি অনুষ্ঠিত একটি ব্যাডমিন্টন ম্যাচ পুরো বিশ্বকে অবাক করেছে। কোর্টে দেখা গেল মানুষ বনাম রোবট । সাধারণত ব্যাডমিন্টনকে ক্রীড়াবিদদের দক্ষতা এবং প্রতিক্রিয়ার পরীক্ষা হিসেবে ধরা হয়। কিন্তু এই বিশেষ ম্যাচে প্রযুক্তি এবং মানুষের দক্ষতা একসঙ্গে মিলিত হয়ে নতুন ইতিহাস রচনা করেছে।

প্রযুক্তির ইতিহাসে চীনের বিস্ময়: ২ সেকেন্ডেই ৭০০ কিমি গতির বিশ্বরেকর্ড গড়া ম্যাগলেভ ট্রেন

বিশ্বের পরিবহন প্রযুক্তিতে নতুন এক অবিশ্বাস্য মাইলফলক স্থাপন করল চীন। দেশটির গবেষকদের তৈরি একটি ম্যাগলেভ ট্রেন মাত্র দুই সেকেন্ডের মধ্যেই ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতি অর্জন করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। ট্রেনটির গতি এতটাই বেশি যে কাছ থেকে দেখলেও এক সেকেন্ডের বেশি চোখে ধরা পড়ে না- সচেতন না থাকলে বোঝার আগেই সেটি চোখের আড়াল হয়ে যায়।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ