বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

রাষ্ট্রপতির সঙ্গে শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা বিনিময় হিন্দু ধর্মাবলম্বীদের

বহুল পঠিত

শারদীয় দুর্গোৎসব বিজয়া দশমী উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার সকালে বিভিন্ন শ্রেণি-পেশার হিন্দু ধর্মাবলম্বী নাগরিকরা বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুভেচ্ছা বিনিময়ের এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এবং সংশ্লিষ্ট সংগঠনের নেতারা। তারা রাষ্ট্রপতিকে শারদীয় শুভেচ্ছা জানান এবং আসন্ন উৎসব উদযাপনের বার্তা তুলে ধরেন। রাষ্ট্রপতিও তাদের আন্তরিক শুভেচ্ছা ও মঙ্গল কামনা করেন।

রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়ে অংশগ্রহণ করেন:

  • অ্যাডভোকেট দীনবন্ধু রায় (সভাপতি)
  • প্রদীপ কুমার পাল (নির্বাহী সভাপতি)
  • অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক (মহাসচিব)
  • সুজন দে, সুকুমার পাল, কিশোর কুমার বর্মণ, সজীব কুন্ডু তপু প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ, স্বরাষ্ট্র সচিব ড. নাসিমুল গনি এবং বিভিন্ন বিদেশি দূতাবাসের প্রতিনিধি।

রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সকল ধর্মের মানুষের আনন্দ উৎসবের অংশ।” তিনি সকল ধর্মাবলম্বীদের শান্তি, সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেন।

এই অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ হয়েছে-বাংলাদেশে ধর্মীয় উৎসব কেবল বিশ্বাস নয়, বরং একটি মিলনমেলা, যেখান থেকে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন

রুবাবা দৌলা: বিসিবির নারী উইংয়ের নতুন চেয়ারপারসন, ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন

বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে এক নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে রুবাবা দৌলার নিয়োগের মাধ্যমে। তিনি বিসিবির দ্বিতীয়...

ঢাকা মেট্রোরেল কার্ড এখন অনলাইনে রিচার্জ – ঘরে বসে সুবিধাজনক সেবা

ঢাকার মেট্রোরেল যাত্রীরা শিগগিরই তাদের যাত্রা আরও সুবিধাজনক করতে পারবেন। ২৫ নভেম্বর থেকে চালু হচ্ছে মেট্রোরেল কার্ড অনলাইন রিচার্জ সেবা। এটি ব্যবহারকারীদের স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ঝামেলা থেকে মুক্ত করবে।

মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচ: ঐতিহাসিক দিন

১৯ নভেম্বর ২০২৫, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হবে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিম তার শততম টেস্ট ম্যাচ...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ