বুধবার, নভেম্বর ১৯, ২০২৫

জার্মানি বনাম স্লোভাকিয়া: দুর্দান্ত জয়ে – বিশ্বকাপ নিশ্চিত জার্মানির

বহুল পঠিত

একটুখানি ভুল হলেই ভেস্তে যেতে পারত বিশ্বকাপের স্বপ্ন। তার উপর স্লোভাকিয়ার বিপক্ষে আগের মুখোমুখি লড়াইয়ের তিক্ত স্মৃতি জার্মানিকে আরও চাপে ফেলে রেখেছিল। কিন্তু লাইপজিগে সেই চাপকে ছাই করে দিলেন সানে–ভল্টামাডারা। গোলের ঝড় তুলেই ৬-০ ব্যবধানে স্লোভাকিয়াকে উড়িয়ে দিয়ে সরাসরি ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিল জার্মানি।

সোমবার রাতে রেড বুল অ্যারেনায় অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য দেখায় স্বাগতিকরা।

জার্মানি বনাম স্লোভাকিয়া : প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ জার্মানির

১৮তম মিনিটেই নিক ভল্টামাডার হেডে এগিয়ে যায় জার্মানি। জসুয়া কিমিখের নিখুঁত ক্রসে নিউক্যাসল ইউনাইটেডের এই ফরোয়ার্ড টানা চার ম্যাচে গোল করার নজির গড়েন।

৩ মিনিট পরেই স্লোভাকিয়ার সমতা ফেরানোর সোনালী সুযোগ তৈরি হলেও জার্মান গোলরক্ষক অলিভার বাউমানের অসাধারণ সেভে রক্ষা পায় স্বাগতিকরা।

২৯তম মিনিটে বায়ার্ন মিউনিখ জুটির চমৎকার বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ হয়। লেয়ন গোরেটস্কার থ্রু পাস থেকে জিনাব্রি করেন দারুণ ফিনিশ।

তারপরই শুরু সানের শো।
৩৬ ও ৪১ মিনিটে দুই দফা আক্রমণ থেকে দুর্দান্ত দুই গোল করে জার্মানিকে ৪-০ ব্যবধানে টেনে নেন তিনি।

স্লোভাকিয়ার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বিরতির আগেই শেষ হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে আরও দুই গোল, উৎসবমুখর জার্মানি

৬৭তম মিনিটে বদলি খেলোয়াড় বাকু স্কোরলাইন ৫-০ করেন তীক্ষ্ণ শটে।
৭৭তম মিনিটে তরুণ ওয়েদরেগো মাঠে নামার পর মাত্র ১ মিনিট ৪২ সেকেন্ডেই নিজের প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পান। সানের পাস ধরে কোনাকুনি শটে গোল করে দলকে নিয়ে যান ৬-০ ব্যবধানে।

ম্যাচ শেষে জার্মানির আনন্দ যেন বাঁধ মানছিল না- এই জয়ে তারা সরাসরি জায়গা পায় ২০২৬ বিশ্বকাপে।

বাছাইপর্বের শেষ চিত্র

  • জার্মানি: ৬ ম্যাচে ৫ জয়, মোট পয়েন্ট ১৫
  • স্লোভাকিয়া: ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ-প্লে-অফে খেলবে
  • জার্মানির গোলফর্ম: শেষ ৪ ম্যাচে ১০ গোল, হজম মাত্র ১

এটাই এবারের বাছাইয়ে জার্মানির সবচেয়ে বড় জয়-স্লোভাকিয়ার উপর গোলবন্যা ছড়িয়ে পুরোনো আঘাতের জবাব দিল তারা।

আরো পড়ুন

স্কটল্যান্ডের ২৮ বছর পর বিশ্বকাপ যাত্রা: ডেনমার্ককে হারিয়ে ঐতিহাসিক জয়

স্কটল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন বাস্তবে স্কটল্যান্ড ফুটবল দল অবশেষে ২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বে ডেনমার্ককে ৪-২...

রুবাবা দৌলা: বিসিবির নারী উইংয়ের নতুন চেয়ারপারসন, ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন

বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে এক নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে রুবাবা দৌলার নিয়োগের মাধ্যমে। তিনি বিসিবির দ্বিতীয়...

মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচ: ঐতিহাসিক দিন

১৯ নভেম্বর ২০২৫, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হবে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিম তার শততম টেস্ট ম্যাচ...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ