রবিবার, জানুয়ারি ১১, ২০২৬

জার্মানি বনাম স্লোভাকিয়া: দুর্দান্ত জয়ে – বিশ্বকাপ নিশ্চিত জার্মানির

বহুল পঠিত

একটুখানি ভুল হলেই ভেস্তে যেতে পারত বিশ্বকাপের স্বপ্ন। তার উপর স্লোভাকিয়ার বিপক্ষে আগের মুখোমুখি লড়াইয়ের তিক্ত স্মৃতি জার্মানিকে আরও চাপে ফেলে রেখেছিল। কিন্তু লাইপজিগে সেই চাপকে ছাই করে দিলেন সানে–ভল্টামাডারা। গোলের ঝড় তুলেই ৬-০ ব্যবধানে স্লোভাকিয়াকে উড়িয়ে দিয়ে সরাসরি ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিল জার্মানি।

সোমবার রাতে রেড বুল অ্যারেনায় অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য দেখায় স্বাগতিকরা।

জার্মানি বনাম স্লোভাকিয়া : প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ জার্মানির

১৮তম মিনিটেই নিক ভল্টামাডার হেডে এগিয়ে যায় জার্মানি। জসুয়া কিমিখের নিখুঁত ক্রসে নিউক্যাসল ইউনাইটেডের এই ফরোয়ার্ড টানা চার ম্যাচে গোল করার নজির গড়েন।

৩ মিনিট পরেই স্লোভাকিয়ার সমতা ফেরানোর সোনালী সুযোগ তৈরি হলেও জার্মান গোলরক্ষক অলিভার বাউমানের অসাধারণ সেভে রক্ষা পায় স্বাগতিকরা।

২৯তম মিনিটে বায়ার্ন মিউনিখ জুটির চমৎকার বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ হয়। লেয়ন গোরেটস্কার থ্রু পাস থেকে জিনাব্রি করেন দারুণ ফিনিশ।

তারপরই শুরু সানের শো।
৩৬ ও ৪১ মিনিটে দুই দফা আক্রমণ থেকে দুর্দান্ত দুই গোল করে জার্মানিকে ৪-০ ব্যবধানে টেনে নেন তিনি।

স্লোভাকিয়ার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বিরতির আগেই শেষ হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে আরও দুই গোল, উৎসবমুখর জার্মানি

৬৭তম মিনিটে বদলি খেলোয়াড় বাকু স্কোরলাইন ৫-০ করেন তীক্ষ্ণ শটে।
৭৭তম মিনিটে তরুণ ওয়েদরেগো মাঠে নামার পর মাত্র ১ মিনিট ৪২ সেকেন্ডেই নিজের প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পান। সানের পাস ধরে কোনাকুনি শটে গোল করে দলকে নিয়ে যান ৬-০ ব্যবধানে।

ম্যাচ শেষে জার্মানির আনন্দ যেন বাঁধ মানছিল না- এই জয়ে তারা সরাসরি জায়গা পায় ২০২৬ বিশ্বকাপে।

বাছাইপর্বের শেষ চিত্র

  • জার্মানি: ৬ ম্যাচে ৫ জয়, মোট পয়েন্ট ১৫
  • স্লোভাকিয়া: ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ-প্লে-অফে খেলবে
  • জার্মানির গোলফর্ম: শেষ ৪ ম্যাচে ১০ গোল, হজম মাত্র ১

এটাই এবারের বাছাইয়ে জার্মানির সবচেয়ে বড় জয়-স্লোভাকিয়ার উপর গোলবন্যা ছড়িয়ে পুরোনো আঘাতের জবাব দিল তারা।

আরো পড়ুন

নাটকীয় প্রত্যাবর্তন! টাইব্রেকারে মার্সেইকে হারিয়ে আবারও ফরাসি সুপার কাপ জিতল পিএসজি

পরাজয়ের একেবারে দুয়ার থেকে ফিরে এসে অবিশ্বাস্য নাটক উপহার দিল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে সেখানে গোলরক্ষক লুকাহ শুভালিয়ের নায়কোচিত পারফরম্যান্সে ফরাসি সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে লুইস এনরিকের শিষ্যরা।

চট্টগ্রাম বনাম সিলেট বিপিএল খেলা: কে হাসবে শেষ হাসি?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনা এখন তুঙ্গে! আজ, অর্থাৎ টুর্নামেন্টের ১৬তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই শক্তিশালী দল—চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স। পয়েন্ট টেবিলের হাড্ডাহাড্ডি লড়াই এবং গত ম্যাচের প্রতিশোধের নেশা—সব মিলিয়ে আজকের সন্ধ্যাটি ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ জমজমাট হতে চলেছে।

বিপিএলে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স: ফিজ-ফাহিম তোপে দিশেহারা প্রতিপক্ষ, শীর্ষে সোহান বাহিনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স। মাঠের লড়াইয়ে ব্যাটে-বলে প্রতিপক্ষকে কুপোকাত করে পয়েন্ট টেবিলের একক শীর্ষস্থান দখল করে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই জয় তুলে নিয়ে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে অনেকটা এগিয়ে গেছে মিকি আর্থারের শিষ্যরা।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ