বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

জামায়াত নির্বাচনী জোটে নেই, তবে সমঝোতার দুয়ার খোলা

বহুল পঠিত

জামায়াতে ইসলামী সংগঠনের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোট নয় তবে সমঝতায় প্রস্তুত তারা। তিনি বলেন, “যদিও আমরা জোটে অংশ নিচ্ছি না, তবুও সমঝোতার মাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ সম্ভব।”

বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামী আমির নির্বাচিত হওয়ার পর সিলেটে তাঁর প্রথম যাত্রা। বিমানবন্দরে নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, “আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করবো। যদি নির্বাচন না হয়, তবে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয় সম্ভাবনা নেই।”

নিজের সাম্প্রতিক বিদেশ সফর প্রসঙ্গে তিনি জানান, “বিদেশে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তাদের উষ্ণ ভালোবাসা এবং সমর্থন আমাকে মুগ্ধ করেছে।”

ডা. শফিকুর রহমান পিআর (প্রতিনিধি নির্বাচন) পদ্ধতি সম্পর্কেও বলেন, “বিশ্বের ১৯৩ দেশে এই পদ্ধতির ব্যবহার হয়। এটি ফ্যাসিজম রোধে সহায়ক। যদি দেশের মানুষ এই পদ্ধতি বুঝতে পারে, তা দেশের জন্য মঙ্গলজনক হবে। আমাদের রাজনীতির মূল লক্ষ্যই জনগণের জন্য।”

আজ সিলেটে জেলা ও মহানগর জামায়াতের আয়োজিত সাংগঠনিক কর্মসূচিতে আমির অংশ নেবেন। বিমানবন্দরে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, মহানগরের আমির হাফিজ ফখরুল ইসলাম, জেলা আমির মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

নির্বাচনে জোট নয়, কিন্তু সমঝোতার জন্য দরজা খোলা থাকায়, এই মন্তব্য রাজনৈতিক সহযোগিতা এবং দলের প্রস্তুতির ইঙ্গিত দেয়।

আরো পড়ুন

গণভোটে ‘হ্যাঁ’ বলবে আট দল: জানালেন জামায়াত সেক্রেটারি জেনারেল

জুলাই সনদকে আইনি বৈধতা দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে জামায়াতে ইসলামীসহ আট রাজনৈতিক দল সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেবে- এ তথ্য জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

প্রবাসীদের ভোট দেয়ার নিয়ম: সহজ ও সম্পূর্ণ গাইড

বাংলাদেশের প্রবাসীরা এবার প্রথমবারের মতো ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।দীর্ঘদিন ধরে এই ধাপটি আলোচিত হলেও এবার এটি কার্যকর হচ্ছে। এই গাইডে আমরা বিস্তারিতভাবে দেখাবো প্রবাসী ভোটারের নিবন্ধন থেকে শুরু করে ভোট প্রদান ও ফেরত পাঠানো পর্যন্ত সব ধাপ।

আগুন সন্ত্রাসের রাজনীতি এদেশে চলবে না: শিবির সভাপতি জাহিদুল ইসলাম

ঢাকা, বৃহস্পতিবার: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাসের রাজনীতি চলতে দেওয়া হবে না। তিনি বলেন, “আওয়ামী লীগ মানুষের পর্যায়ে পড়ে না, তারা পশুর চেয়েও নিকৃষ্ট। তারা সারাদেশে আগুন সন্ত্রাস চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছে।”
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ