নতুন বছরের শুরুতেই প্রবাসী আয়ে দারুণ সুখবর পেল বাংলাদেশ। চলতি জানুয়ারির রেমিট্যান্স মাত্র ১০ দিনেই দেশে এসেছে ১১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার কোটির বেশি টাকা। এই অঙ্ক আন্তর্জাতিক মুদ্রায় দাঁড়ায় ১ দশমিক ১২ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক সংকেত।
বছর ব্যবধানে বড় প্রবৃদ্ধি
রবিবার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান,
গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৭১ কোটি ৭০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছর জানুয়ারির প্রথম ১০ দিনে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা রেমিট্যান্স প্রবাহে সুস্পষ্ট ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দেয়।
তিনি আরও জানান, ১০ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার– যা একদিনের হিসাবে উল্লেখযোগ্য অঙ্ক।
চলতি অর্থবছরে ২০ শতাংশ প্রবৃদ্ধি
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী,
চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭৩৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
এই সময়ের মধ্যে রেমিট্যান্স প্রবাহ বছর ব্যবধানে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ডিসেম্বরে রেকর্ড রেমিট্যান্স
এর আগে, গত ডিসেম্বর মাসে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, যা—
- চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স
- এবং বাংলাদেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়
জানুয়ারির রেমিট্যান্স: অর্থনীতিতে স্বস্তি ও আশাবাদ
বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে প্রবাসী আয় বৃদ্ধি, সরকারি প্রণোদনা, হুন্ডি দমন এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে বৈদেশিক মুদ্রার চাপ কমবে, রিজার্ভ শক্তিশালী হবে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
নতুন বছরের শুরুতেই এমন সুখবর দেশের অর্থনীতির জন্য নিঃসন্দেহে আশাব্যঞ্জক ও উৎসাহব্যঞ্জক।
সুত্র: কালের কণ্ঠ




