শনিবার, জানুয়ারি ১০, ২০২৬

নাপোলি বনাম ক্রেমোনেস: হার থেকে ফিরেছে শিরোপাধারী, লিগে দাপুটে জয়

বহুল পঠিত

নাপোলি হারকে ভুলে নতুন জয়

সেরি আ-এর মাঠে নাপোলি বনাম ক্রেমোনেস ম্যাচে দেখা গেল নাপোলির শক্তিশালী ফিরতি যুদ্ধ। আগের রাউন্ডে উদিনেসের মাঠে হারের ধাক্কা সামলে নাপোলি রোববার ২-০ গোলে ক্রেমোনেসকে হারিয়েছে এবং লিগ টেবিলেও এক ধাপ এগিয়ে গেছে।

ম্যাচের মূল মুহূর্ত

দুটি গোলেই ছিলেন গাসমুস হয়লুন। ত্রয়োদশ মিনিটে প্রতিপক্ষের গায়ে লেগে আসা বল পেয়ে কাছ থেকে জালে পাঠান ডেনিশ ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষ মুহূর্তে ৪৫তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে নিচু শটে ব্যবধান বাড়ান তিনি।

দুটি গোলেই কিছুটা ভাগ্যের ছোঁয়া থাকলেও, নাপোলির আক্রমণ ও প্রতিরক্ষা উভয়ই নজরকাড়া ছিল।

লিগ এবং অন্যান্য প্রতিযোগিতায় নাপোলির অবস্থা

লিগের গত রাউন্ডে উদিনেসের মাঠে হারের পর নাপোলি তিন দিন পরই ইতালিয়ান সুপার কাপ সেমি-ফাইনাল ও ফাইনালে বিজয়ী হয়ে বড়দিনের ছুটিতে যায়। ছোট বিরতির পর মাঠে ফিরে এবার লিগে দাপুটে জয় দেখালো দলটি।

১৬ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শিরোপাধারীরা লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

এসি মিলান ও ইন্টার মিলান: লিগ শীর্ষ দখলের লড়াই

দিনের প্রথম ম্যাচে এসি মিলান ৩-০ গোলে হেল্লাস ভেরোনাকে হারিয়েছে। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তারা লিগের শীর্ষে উঠে গেছে।

তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে। এদিন শেষ ম্যাচে আতালান্তাকে হারালে তারা আবার শীর্ষে ফিরে যেতে পারবে।

বিশ্লেষণ

নাপোলি বনাম ক্রেমোনেস ম্যাচটি প্রমাণ করেছে যে হার থেকে ফিরে আসা শিরোপাধারীর মানসিক শক্তি এবং দাপুটে খেলা তাদের লিগে অবস্থান আরও মজবুত করেছে। দলের আক্রমণ ও প্রতিরক্ষার সমন্বয় ভবিষ্যতের ম্যাচগুলিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন

নাটকীয় প্রত্যাবর্তন! টাইব্রেকারে মার্সেইকে হারিয়ে আবারও ফরাসি সুপার কাপ জিতল পিএসজি

পরাজয়ের একেবারে দুয়ার থেকে ফিরে এসে অবিশ্বাস্য নাটক উপহার দিল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে সেখানে গোলরক্ষক লুকাহ শুভালিয়ের নায়কোচিত পারফরম্যান্সে ফরাসি সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে লুইস এনরিকের শিষ্যরা।

চট্টগ্রাম বনাম সিলেট বিপিএল খেলা: কে হাসবে শেষ হাসি?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনা এখন তুঙ্গে! আজ, অর্থাৎ টুর্নামেন্টের ১৬তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই শক্তিশালী দল—চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স। পয়েন্ট টেবিলের হাড্ডাহাড্ডি লড়াই এবং গত ম্যাচের প্রতিশোধের নেশা—সব মিলিয়ে আজকের সন্ধ্যাটি ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ জমজমাট হতে চলেছে।

বিপিএলে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স: ফিজ-ফাহিম তোপে দিশেহারা প্রতিপক্ষ, শীর্ষে সোহান বাহিনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স। মাঠের লড়াইয়ে ব্যাটে-বলে প্রতিপক্ষকে কুপোকাত করে পয়েন্ট টেবিলের একক শীর্ষস্থান দখল করে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই জয় তুলে নিয়ে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে অনেকটা এগিয়ে গেছে মিকি আর্থারের শিষ্যরা।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ