জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কাব্যগ্রন্থ সাম্যবাদী– এর শতবর্ষ পূর্তিতে প্রকাশিত হয়েছে বিশেষ সংকলন “গাহি সাম্যের গান ” । নজরুলের সাম্যবাদীচেতনা ও মানবিক দর্শনকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার লক্ষ্যে এই সংকলন প্রকাশ করেছে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’।
প্রকাশনা উৎসব অনুষ্ঠিত চ্যানেল আই প্রাঙ্গণে
শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ার স্টুডিওতে অনুষ্ঠিত হয় সংকলনের আনুষ্ঠানিক প্রকাশনা উৎসব। এতে অংশ নেন নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, নজরুল গবেষক সাজেদ কামাল, কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক এএফএম হায়াতুল্লাহ, সংকলনের সম্পাদক ইকরাম আহমেদ লেনিন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।
অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী টিটো মুন্সী নজরুলের ‘নারী’ কবিতা এবং শিমুল পারভিন ‘মানুষ’ কবিতা আবৃত্তি করেন। তাঁদের পরিবেশনা নজরুলের সাম্যবাদের কাব্যিক ভাষাকে নতুন মাত্রায় উপস্থাপন করে।
১১টি কবিতা ১১টি ভাষায় অনূদিত
গাহি সাম্যের গান শীর্ষক সংকলনে সাম্যবাদী কাব্যগ্রন্থের ১১টি কবিতা বিশ্বের ১১টি আন্তর্জাতিক ভাষায় অনূদিত হয়েছে। একইসঙ্গে সংকলনে স্থান পেয়েছে নজরুলের সাম্যচেতনা, মানবিক দর্শন এবং সাহিত্যভাবনা নিয়ে লেখা ১০টি গবেষণামূলক প্রবন্ধ।
প্রাসঙ্গিক এখনো, শত বছর পরেও
১৯২৫ সালে প্রকাশিত সাম্যবাদী কাব্যগ্রন্থটিতে মাত্র ১১টি কবিতা রয়েছে। কিন্তু নজরুলের কণ্ঠে উচ্চারিত সেই সাম্যের আহ্বান বাংলা সাহিত্যে এনে দিয়েছিল এক বিপ্লবী পরিবর্তন। এক শতক পেরিয়েও এই গ্রন্থের বিষয়বস্তু, দৃষ্টিভঙ্গি এবং চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
বক্তব্যে উঠে আসে নজরুলের বিশ্বজনীনতা
প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম তাঁর সাম্যবাদী কবিতাগুলোর মধ্য দিয়ে মানুষের মর্যাদা, ধর্মনিরপেক্ষতা, নারী-পুরুষের সমতা এবং শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ তুলে ধরেছেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, “জাতীয় কবির সাম্যের বাণী শুধু বাংলা ভাষাভাষীদের নয়, এটি মানবজাতির এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য।”
ফেরদৌস আরা বলেন, “নজরুল ছিলেন সাহসী, স্বাধীন এবং নিজের পথ নিজেই তৈরি করা এক চিরকালীন কণ্ঠ।”
গবেষক সাজেদ কামাল বলেন, “সাম্যবাদী গ্রন্থে শ্রেণি বৈষম্যের বিরুদ্ধে যে উচ্চারণ রয়েছে, তা বাংলা কবিতায় এক বিরল দৃষ্টান্ত।”
সম্পাদক ইকরাম আহমেদ লেনিন বলেন, “এই কাব্যগ্রন্থ সমাজ, রাজনীতি ও মানবতার ওপর নজরুলের গভীর দৃষ্টিভঙ্গির প্রতিফলন।”
সাম্যের বাণী নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বার্তা
বিশেষজ্ঞদের মতে, নজরুলের সাম্যবাদী দর্শন আজকের পৃথিবীতেও গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বৈষম্য, সহিংসতা ও ধর্মীয় উগ্রতার প্রেক্ষাপটে নজরুলের লেখা নতুন করে পাঠ ও অনুবাদের প্রয়োজনীয়তা এখন আরও বেশি।
‘গাহি সাম্যের গান’ কেবল একটি সংকলন নয়; এটি এক শতাব্দী আগের বিপ্লবী কবির কণ্ঠস্বরকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। নজরুলের কাব্যিক সাম্যবাদের আন্তর্জাতিক স্বীকৃতি ও চর্চা বাংলা সাহিত্য ও সংস্কৃতির গর্ব হিসেবে চিহ্নিত হতে পারে।