শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬

নাটকীয় প্রত্যাবর্তন! টাইব্রেকারে মার্সেইকে হারিয়ে আবারও ফরাসি সুপার কাপ জিতল পিএসজি

বহুল পঠিত

পরাজয়ের একেবারে দুয়ার থেকে ফিরে এসে অবিশ্বাস্য নাটক উপহার দিল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে সেখানে গোলরক্ষক লুকাহ শুভালিয়ের নায়কোচিত পারফরম্যান্সে ফরাসি সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে লুইস এনরিকের শিষ্যরা।

কুয়েতে রুদ্ধশ্বাস ফাইনাল

কুয়েতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত এক ম্যাচের ফাইনালে নির্ধারিত সময় ২-২ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-১ গোলে জিতে ট্রফি উঁচিয়ে ধরে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি।
এই জয়ে টানা চতুর্থবার এবং রেকর্ড ১৪তমবার ফরাসি সুপার কাপ জয়ের কীর্তি গড়ল প্যারিসের ক্লাবটি।

দেম্বেলের গোলে শুরু, শেষটা রামোসের

ব্যালন দ’অর জয়ী ও ফিফা বর্ষসেরা উসমান দেম্বেলের গোলে ম্যাচের ১৩তম মিনিটেই এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধে আর কোনো গোল না হলে উত্তেজনা বাড়ে দ্বিতীয়ার্ধে।

৭৬তম মিনিটে স্পট কিক থেকে ম্যাসন গ্রিনউড গোল করলে ম্যাচে ফেরে মার্সেই। এরপর ৮৭তম মিনিটে পিএসজির ডিফেন্ডার উইলিয়ান পাচোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মার্সেই—পরাজয় তখন সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল।

যোগ করা সময়ের নায়ক রামোস

কিন্তু ফুটবল যে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তার খেলা, তা আবারও প্রমাণ করেন গনসালো রামোস। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ভিতিনিয়ার লং পাস থেকে ব্রাডলি বার্কোলার হেড পাসে ছয় গজ বক্সে ভলি শটে গোল করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান বদলি নামা এই পর্তুগিজ ফরোয়ার্ড।

টাইব্রেকারেও গোল করে নিজের নায়কোচিত পারফরম্যান্স পূর্ণতা দেন রামোস।

শুভালিয়ে—টাইব্রেকারের আসল নায়ক

টাইব্রেকারে পিএসজির হয়ে গোল করেন ভিতিনিয়া, নুনো মেন্দেস ও দিজিরে দুয়ে। তবে ম্যাচের প্রকৃত নায়ক ছিলেন গোলরক্ষক লুকাহ শুভালিয়ে। মার্সেইয়ের প্রথম দুইটি শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দিয়ে ট্রফি জয়ের পথ সহজ করে দেন তিনি।

উল্লেখযোগ্যভাবে, গত আগস্টে পিএসজির হয়ে অভিষেক ম্যাচেও ট্রফি জয়ের নায়ক ছিলেন শুভালিয়ে। তখন উয়েফা সুপার কাপে টাইব্রেকারে টটেনহ্যাম হটস্পারের শট ঠেকিয়ে দলকে শিরোপা এনে দিয়েছিলেন এই ফরাসি গোলরক্ষক।

মার্সেইয়ের শিরোপা খরা অব্যাহত

লিগ আঁ ও ফরাসি কাপ—দুটোই জেতায় পিএসজি এই সুপার কাপ ফাইনালে মুখোমুখি হয় গত মৌসুমের লিগ রানার্স-আপ মার্সেইয়ের। তবে ২০১১-১২ মৌসুমে ফরাসি কাপ জয়ের পর থেকে মার্সেইয়ের শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

আরো পড়ুন

চট্টগ্রাম বনাম সিলেট বিপিএল খেলা: কে হাসবে শেষ হাসি?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উত্তেজনা এখন তুঙ্গে! আজ, অর্থাৎ টুর্নামেন্টের ১৬তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই শক্তিশালী দল—চট্টগ্রাম রয়্যালস এবং সিলেট টাইটান্স। পয়েন্ট টেবিলের হাড্ডাহাড্ডি লড়াই এবং গত ম্যাচের প্রতিশোধের নেশা—সব মিলিয়ে আজকের সন্ধ্যাটি ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ জমজমাট হতে চলেছে।

বিপিএলে অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স: ফিজ-ফাহিম তোপে দিশেহারা প্রতিপক্ষ, শীর্ষে সোহান বাহিনী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স। মাঠের লড়াইয়ে ব্যাটে-বলে প্রতিপক্ষকে কুপোকাত করে পয়েন্ট টেবিলের একক শীর্ষস্থান দখল করে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই জয় তুলে নিয়ে ৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের পথে অনেকটা এগিয়ে গেছে মিকি আর্থারের শিষ্যরা।

পিএসএলে মোস্তাফিজের রাজকীয় এন্ট্রি: আইপিএলকে কড়া জবাব

কথায় আছে, 'এক দুয়ার বন্ধ হলে শত দুয়ার খুলে যায়'। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রে এটিই এখন ধ্রুব সত্য। রাজনৈতিক টানাপোড়েন আর বিসিসিআইয়ের কড়াকড়িতে আইপিএল থেকে বাদ পড়লেও বিশ্বমঞ্চে ফিজের চাহিদা যে বিন্দুমাত্র কমেনি, তার প্রমাণ মিলল পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ