রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) রাকসুর নবনির্বাচিতদের প্রথম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্যাম্পাসের সমসাময়িক বিভিন্ন সমস্যা এবং আগামী বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাটি মঙ্গলবার প্রশাসনিক ভবনের উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে নবনির্বাচিত সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক সালাউদ্দীন আম্মার, সহকারী সাধারণ সম্পাদক এস এম সালমান সাব্বিরসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব উপস্থিত থেকে সভার সভাপতিত্ব করেন।
সভায় ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আমরা আমাদের কর্মপরিকল্পনাগুলো মাস ভিত্তিক সাজিয়েছি। বিভাগের ভিত্তিতে প্রত্যেক সম্পাদক তার কাজ শুরু করলে নির্বাচনী ইশতেহার অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে।”
উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, “আজ রাকসুর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যার ফলাফল শিক্ষার্থীরা খুব শিগগিরই দেখতে পাবেন।”
তিনি আরও উল্লেখ করেন, প্রায় তিন ঘণ্টার এই সভায় বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। সকল শাখার জন্য কাজের পরিমাণ প্রস্তাব করা হয়েছে এবং পরবর্তী অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
রাকসুর ফান্ড সম্পর্কেও উপাচার্য জানান, “রাকসুর নিজস্ব একটি ফান্ড রয়েছে। তবে দীর্ঘ সময় পর নির্বাচন হওয়ায় সকল হিসাব এখনো পুরোপুরি সংগ্রহ করা হয়নি। ২০১৩ সালের পর থেকে অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বাকি বছরের হিসাব নিরূপণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।”
রাকসুর নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের এই প্রথম সভা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যম এবং পরিকল্পনার সূচনা হিসেবে ধরা হচ্ছে।




