বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

নতুন নেতৃত্বের যাত্রা শুরু: রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের প্রথম সভা অনুষ্ঠিত

বহুল পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) রাকসুর নবনির্বাচিতদের প্রথম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্যাম্পাসের সমসাময়িক বিভিন্ন সমস্যা এবং আগামী বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাটি মঙ্গলবার প্রশাসনিক ভবনের উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে নবনির্বাচিত সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক সালাউদ্দীন আম্মার, সহকারী সাধারণ সম্পাদক এস এম সালমান সাব্বিরসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব উপস্থিত থেকে সভার সভাপতিত্ব করেন।

সভায় ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আমরা আমাদের কর্মপরিকল্পনাগুলো মাস ভিত্তিক সাজিয়েছি। বিভাগের ভিত্তিতে প্রত্যেক সম্পাদক তার কাজ শুরু করলে নির্বাচনী ইশতেহার অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হবে।”

উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বলেন, “আজ রাকসুর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, যার ফলাফল শিক্ষার্থীরা খুব শিগগিরই দেখতে পাবেন।”

তিনি আরও উল্লেখ করেন, প্রায় তিন ঘণ্টার এই সভায় বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। সকল শাখার জন্য কাজের পরিমাণ প্রস্তাব করা হয়েছে এবং পরবর্তী অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

রাকসুর ফান্ড সম্পর্কেও উপাচার্য জানান, “রাকসুর নিজস্ব একটি ফান্ড রয়েছে। তবে দীর্ঘ সময় পর নির্বাচন হওয়ায় সকল হিসাব এখনো পুরোপুরি সংগ্রহ করা হয়নি। ২০১৩ সালের পর থেকে অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বাকি বছরের হিসাব নিরূপণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।”

রাকসুর নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের এই প্রথম সভা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যম এবং পরিকল্পনার সূচনা হিসেবে ধরা হচ্ছে।

আরো পড়ুন

গণভোটে ‘হ্যাঁ’ বলবে আট দল: জানালেন জামায়াত সেক্রেটারি জেনারেল

জুলাই সনদকে আইনি বৈধতা দেওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে জামায়াতে ইসলামীসহ আট রাজনৈতিক দল সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেবে- এ তথ্য জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

প্রবাসীদের ভোট দেয়ার নিয়ম: সহজ ও সম্পূর্ণ গাইড

বাংলাদেশের প্রবাসীরা এবার প্রথমবারের মতো ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।দীর্ঘদিন ধরে এই ধাপটি আলোচিত হলেও এবার এটি কার্যকর হচ্ছে। এই গাইডে আমরা বিস্তারিতভাবে দেখাবো প্রবাসী ভোটারের নিবন্ধন থেকে শুরু করে ভোট প্রদান ও ফেরত পাঠানো পর্যন্ত সব ধাপ।

আগুন সন্ত্রাসের রাজনীতি এদেশে চলবে না: শিবির সভাপতি জাহিদুল ইসলাম

ঢাকা, বৃহস্পতিবার: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদ ও আগুন সন্ত্রাসের রাজনীতি চলতে দেওয়া হবে না। তিনি বলেন, “আওয়ামী লীগ মানুষের পর্যায়ে পড়ে না, তারা পশুর চেয়েও নিকৃষ্ট। তারা সারাদেশে আগুন সন্ত্রাস চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছে।”
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ