চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে দেশে ২১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৯ কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রেমিট্যান্স প্রবাহ: ব্যাংকভিত্তিক বিশ্লেষণ
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, নভেম্বরের ১–২২ তারিখ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার। এর মধ্যে-
- রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক পেয়েছে
৪২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার - বিশেষায়িত ব্যাংক পেয়েছে
২১ কোটি ৭৮ লাখ ৮০ হাজার ডলার - বেসরকারি ব্যাংক পেয়েছে
১৪৮ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার - বিদেশি ব্যাংক পেয়েছে
৪০ লাখ ৫০ হাজার ডলার
বেসরকারি ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হওয়ায় ব্যাংকটি খাতে প্রতিযোগিতা আরও শক্তিশালী হয়েছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।
সাপ্তাহিক রেমিট্যান্স প্রবাহ: কোন সপ্তাহে কত এলো?
বাংলাদেশ ব্যাংক জানায়, নভেম্বরের চার ধাপে রেমিট্যান্স প্রবাহ ছিল-
- ১৬–২২ নভেম্বর: ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার
- ৯–১৫ নভেম্বর: ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার
- ২–৮ নভেম্বর: ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার
- ১ নভেম্বর (একদিনেই): ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার
ডলার সংকটের সময়ে এই ধারাবাহিক রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে স্বস্তি দিতে পারে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।
আগের মাসগুলোর তুলনায় রেমিট্যান্স প্রবাহ কেমন?
এর আগে-
- অক্টোবর: ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার
- সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার
- আগস্ট: ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার
- জুলাই: ২৪৭ কোটি ৮০ লাখ ডলার
অর্থাৎ, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স ধারাবাহিকভাবে ২৪০–২৬৮ কোটি ডলারের ঘরেই স্থিতিশীল ছিল।
২০২৪–২৫ অর্থবছরে রেমিট্যান্স: সর্বোচ্চ আয়ের রেকর্ড
২০২৪–২৫ অর্থবছর জুড়ে বাংলাদেশে এসেছে মোট ৩০.৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার) রেমিট্যান্স।
এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।
বাংলাদেশ ব্যাংক বলছে, হুন্ডি কমানো, প্রণোদনা বৃদ্ধি এবং ব্যাংকিং চ্যানেল সহজ করায় প্রবাসীদের আনুষ্ঠানিক পথে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে।