সোমবার, জানুয়ারি ১২, ২০২৬

ন্যায়ের পথে ঐতিহাসিক অগ্রযাত্রা: জাতিসংঘের আদালতে আজ শুরু রোহিঙ্গা গণহত্যার বিচার

বহুল পঠিত

দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার দরজায় পৌঁছেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর আর্তনাদ। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার অভিযোগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে শুরু হচ্ছে পূর্ণাঙ্গ বিচার কার্যক্রম।

স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়া এই শুনানি টানা তিন সপ্তাহ চলবে। আন্তর্জাতিক আইনের ইতিহাসে এটি এক অনন্য মুহূর্ত- কারণ এটিই আইসিজেতে প্রথম কোনো গণহত্যা মামলার পূর্ণাঙ্গ বিচার।

নীরব আদালত, উচ্চকণ্ঠ ন্যায়বিচার

সংবেদনশীলতার কারণে এই শুনানি গণমাধ্যম ও সাধারণ মানুষের জন্য বন্ধ থাকলেও, এর প্রতিধ্বনি শোনা যাবে বিশ্বজুড়ে। মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, এই বিচার শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বরং বিশ্বব্যাপী নিপীড়িত জনগোষ্ঠীর জন্যও এক শক্ত বার্তা।

জাতিসংঘের স্বাধীন তদন্ত সংস্থার প্রধান নিকোলাস কুমজিয়ান জানিয়েছেন,
এই মামলা গণহত্যার সংজ্ঞা, প্রমাণের মানদণ্ড এবং ন্যায়বিচারের কাঠামো নির্ধারণে নতুন দিগন্ত উন্মোচন করবে।

২০১৭ সালের বিভীষিকা থেকে আজকের আদালত

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে আসে। হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও নির্যাতনের মুখে অন্তত সাড়ে সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বাংলাদেশ সরকারের তথ্যমতে, বর্তমানে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী হিসেবে জীবনযাপন করছেন।

জাতিসংঘের তদন্ত দল সেই অভিযানকে সরাসরি “গণহত্যামূলক কর্মকাণ্ড” বলে আখ্যা দেয়।

এই প্রতিবেদনের ভিত্তিতেই ২০১৯ সালে মুসলিম অধ্যুষিত পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে- একটি সাহসী ও মানবিক পদক্ষেপ, যা আজ বৈশ্বিক ন্যায়বিচারের মঞ্চে রূপ নিয়েছে।

বিশ্ব রাজনীতিতেও প্রভাব ফেলবে এই বিচার

বিশ্লেষকরা বলছেন, এই মামলার রায় ভবিষ্যতে অন্যান্য গণহত্যা সংক্রান্ত মামলার ক্ষেত্রেও দিকনির্দেশনা দেবে। বিশেষ করে গাজা যুদ্ধ নিয়ে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার ওপর এর প্রভাব পড়তে পারে।

রোহিঙ্গাদের জন্য আশার আলো

এক সময় যাদের কণ্ঠ কেউ শোনেনি, আজ তাদের যন্ত্রণার বিচার হচ্ছে বিশ্বের সর্বোচ্চ আদালতে। এটি শুধু একটি মামলা নয়- এটি ন্যায়বিচারের পথে মানবতার বিজয়যাত্রা।

বিশ্ববাসী এখন তাকিয়ে আছে হেগের আদালতের দিকে। রোহিঙ্গা জনগোষ্ঠীও নতুন করে আশায় বুক বাঁধছে- হয়তো এবার ইতিহাস তাদের পাশে দাঁড়াবে।

সুত্র: আমার দেশ

আরো পড়ুন

রুদ্ধশ্বাস এল ক্লাসিকোতে সুপার কাপ জিতে ইতিহাস গড়ল বার্সা

ফুটবল মানেই আবেগ, উত্তেজনা আর নাটক-আর যখন লড়াইটা হয় বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ, তখন তা রূপ নেয় বৈশ্বিক মহাযুদ্ধে। ঠিক তেমনই এক শ্বাসরুদ্ধকর ফাইনালে স্প্যানিশ সুপার কাপের মঞ্চে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩–২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা।

বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ? পাকিস্তান–তুরস্ক–সৌদি আরবের সম্ভাব্য যৌথ প্রতিরক্ষা বলয়

বিশ্ব রাজনীতির অস্থির বাস্তবতায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক রিপোর্ট। মুসলিম বিশ্বের তিন প্রভাবশালী দেশ-পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব- নিজেদের মধ্যে একটি সমন্বিত সামরিক ও প্রতিরক্ষা কাঠামো গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে। এই উদ্যোগকে ঘিরে আন্তর্জাতিক বিশ্লেষক মহলে ইতোমধ্যেই আলোচনার ঝড় উঠেছে, আর সামাজিক যোগাযোগমাধ্যমে একে অনেকে আখ্যা দিচ্ছেন সম্ভাব্য ‘মুসলিম ন্যাটো’ হিসেবে।

রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা: এল ক্লাসিকো সুপার কাপ ফাইনাল ২০২৬ | সময়সূচি ও প্রিভিউ

ফুটবল প্রেমীদের জন্য দারুণ খবর! বছরের শুরুতেই বিশ্ব ফুটবল উপহার দিচ্ছে এক মহাজাগতিক লড়াই। মরুভূমির বুকে আজ উত্তাপ ছড়াতে প্রস্তুত ফুটবল বিশ্বের দুই পরাশক্তি। সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা (real madrid vs barcelona)। ২০২৬ সালের এটিই প্রথম ‘এল ক্লাসিকো’, যা ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ