বুধবার, নভেম্বর ১৯, ২০২৫

রাবি ভর্তি পরীক্ষা ২৫-২৬ জানুন সংক্ষিপ্ত সিলেবাস , সময়সূচি ও যোগ্যতা

বহুল পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি ভর্তি পরীক্ষা ২৫-২৬ ) শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান বলেন, “বোর্ড কর্তৃক নির্ধারিত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হবে। এটি প্রতিবছরই অনুসরণ করা হয়।”

রাবি ভর্তি পরীক্ষা ২৫-২৬ সময়সূচি

  • ‘সি’ ইউনিট (বিজ্ঞান): ১৬ জানুয়ারি ২০২৬
  • ‘এ’ ইউনিট (মানবিক): ১৭ জানুয়ারি ২০২৬
  • ‘বি’ ইউনিট (বাণিজ্য): ২৪ জানুয়ারি ২০২৬

ভর্তি পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে –

  • প্রথম শিফট: সকাল ১১টা – দুপুর ১২টা
  • দ্বিতীয় শিফট: বিকাল ৩টা – ৪টা

পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে।

যোগ্যতা ও আবেদন ফি

ইউনিটন্যূনতম জিপিএ (এসএসসি+এইচএসসি)আবেদন ফি (১০% চার্জসহ)
এ (মানবিক)মোট জিপিএ ৭.০০ (প্রতিটি পরীক্ষায় কমপক্ষে ৩.০০)৳১,৩২০
বি (বাণিজ্য)মোট জিপিএ ৭.০০ (প্রতিটি পরীক্ষায় কমপক্ষে ৩.০০)৳১,১০০
সি (বিজ্ঞান)মোট জিপিএ ৮.০০ (প্রতিটি পরীক্ষায় কমপক্ষে ৩.৫০)৳১,৩২০

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।
GCE O-Level এবং A-Level পরীক্ষার্থীদের মোট ৭টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে—এর মধ্যে ৪টি বিষয়ে ‘B’ এবং ৩টি বিষয়ে ‘C’ গ্রেড আবশ্যক।

পরীক্ষা পদ্ধতি:

  • ধরণ: এমসিকিউ
  • মোট নম্বর: ১০০
  • সময়: ১ ঘণ্টা
  • প্রশ্ন সংখ্যা: ৮০
  • নেগেটিভ মার্কিং: প্রতি ৪টি ভুলের জন্য ১ নম্বর কাটা যাবে
  • পাশ নম্বর: ৪০

কোটা (মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, খেলোয়াড়, বিকেএসপি) প্রার্থীরা অনলাইনে নির্ধারিত নির্দেশনা অনুযায়ী আবেদন করতে পারবেন।

পরবর্তীতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সংবাদপত্রে প্রকাশ করা হবে।

আরো পড়ুন

ক্যান্সার প্রতিরোধের উপায়: ক্যান্সার ঝুঁকি কমানোর কার্যকরী পদ্ধতি

সুস্থ খাদ্যাভ্যাস: ক্যান্সার প্রতিরোধের প্রথম পদক্ষেপ সুষম খাদ্য গ্রহণ ক্যান্সার প্রতিরোধের অন্যতম কার্যকরী উপায়। প্রতিদিন ফলমূল, শাকসবজি এবং আঁশযুক্ত খাবার খাওয়া উচিত। লাল মাংস এবং প্রক্রিয়াজাত মাংসের পরিমাণ সীমিত...

সুস্থতার চাবিকাঠি: নারীর প্রতিদিনের স্মার্ট ডায়েট প্ল্যান

ভূমিকা: ওজন নয়, সুস্থতাই মূল মন্ত্র  আধুনিক জীবনে নারীরা ওজন কমানোর পেছনে ছুটে। কিন্তু প্রকৃত সুখ নিহিত আছে সুস্থতায়। একটি স্মার্ট ডায়েট প্ল্যান আপনাকে দেবে...
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ