বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬

এ আই দুনিয়ায় স্যামসাংয়ের বড় সুখবর: ফেব্রুয়ারিতেই শুরু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এআই মেমোরি চিপ উৎপাদন

বহুল পঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতে নতুন গতি

কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক অগ্রযাত্রায় আশাব্যঞ্জক এক খবর এলো দক্ষিণ কোরিয়া থেকে। প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস আগামী ফেব্রুয়ারি থেকেই নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এআই মেমোরি চিপ উৎপাদনের কাজ শুরু করতে যাচ্ছে। এই চিপগুলো ব্যবহার করা হবে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার পরবর্তী প্রজন্মের ‘রুবিন’ এআই অ্যাক্সিলারেটর সিস্টেমে, যা বাজারে আসবে ২০২৬ সালের শেষার্ধে

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইল–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অতীতের অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের প্রস্তুতি

পঞ্চম প্রজন্মের হাই-ব্যান্ডউইথ মেমোরি (HBM3E) চিপ সরবরাহে বড় সুযোগ হাতছাড়া করার পর এবার আরও দৃঢ় প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। ষষ্ঠ প্রজন্মের হাই-ব্যান্ডউইথ মেমোরি৪ (HBM4) চিপের ক্ষেত্রে যেন কোনো ঘাটতি না থাকে- সে লক্ষ্যেই আগেভাগে ব্যাপক উৎপাদনের পরিকল্পনা নিয়েছে কোম্পানিটি।

এই ধারাবাহিকতায় ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে দক্ষিণ কোরিয়ার পিয়ংট্যাক কারখানায় HBM4 চিপের পূর্ণমাত্রায় উৎপাদন শুরু করবে স্যামসাং।

এনভিডিয়ার পরীক্ষায় সফল স্যামসাং

গুরুত্বপূর্ণ বিষয় হলো- স্যামসাংয়ের তৈরি HBM4 চিপ ইতোমধ্যে এনভিডিয়ার কঠোর গুণগত মান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফলে ভবিষ্যতের এআই হার্ডওয়্যার বাজারে স্যামসাংয়ের অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রযুক্তিতে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এক ধাপ এগিয়ে

স্যামসাংয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী এসকে হাইনিক্স যেখানে তাদের HBM4 চিপের বেইস ডাই তৈরিতে ১২ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে স্যামসাং এগিয়ে গেছে আরও আধুনিক ১০ ন্যানোমিটার প্রযুক্তিতে।

এর ফলে স্যামসাংয়ের চিপগুলো হবে আরও শক্তিশালী ও দ্রুতগতির। অভ্যন্তরীণ পরীক্ষায় কোম্পানিটি ১১.৭ জিবিপিএস পর্যন্ত গতি অর্জনে সফল হয়েছে- যা এআই কম্পিউটিংয়ের জন্য বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এআই চিপের বৈশ্বিক সংকট ও বাড়তি চাহিদা

বর্তমানে এআই শিল্পে হাই-ব্যান্ডউইথ মেমোরি চিপের চাহিদা আকাশচুম্বী। স্যামসাং ও এসকে হাইনিক্স—উভয় প্রতিষ্ঠানেরই আগামী বছরের জন্য নির্ধারিত সব HBM চিপ আগেই বিক্রি হয়ে গেছে

এই সংকটের কারণে অ্যামাজন, গুগল, মাইক্রোসফট ও ওপেনএআই–এর মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের উৎপাদন ও এআই উন্নয়ন কার্যক্রমে বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে।

স্যামসাংয়ের জন্য শত কোটি ডলারের সম্ভাবনা

এই চিপ সংকটই স্যামসাংয়ের জন্য তৈরি করেছে সুবর্ণ সুযোগ। HBM4 চিপ বিক্রির মাধ্যমে কোম্পানিটি কয়েক শত কোটি ডলার রাজস্ব আয়ের সম্ভাবনা দেখছে- যা বৈশ্বিক সেমিকন্ডাক্টর বাজারে স্যামসাংয়ের নেতৃত্ব আরও সুদৃঢ় করবে।

এআই যুগে প্রযুক্তি উদ্ভাবনের এই যাত্রায় স্যামসাংয়ের নতুন পদক্ষেপ নিঃসন্দেহে এক বড় Good News

সুত্রঃ রয়টার্স

আরো পড়ুন

ইউটিউবের চেয়েও বেশি আয়ের সুযোগ আসছে ‘এক্স’-এ!

ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছেন প্রযুক্তি বিলিয়নেয়ার ইলন মাস্ক। যারা অনলাইনে কনটেন্ট তৈরি করে আয় করতে চান, তাদের জন্য একটি বড় বার্তা দিয়েছেন তিনি। মাস্ক ইঙ্গিত দিয়েছেন, জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘এক্স’ (সাবেক টুইটার) থেকে শিগগিরই ইউটিউবের চেয়েও বেশি আয় করা সম্ভব হবে।

রোবটের অসাধারণ পারফরম্যান্স: ব্যাডমিন্টনে মানুষকে হারিয়ে বিশ্বরেকর্ড

চীনের ঝেজিয়াং প্রদেশের শাওশিং শহরে সম্প্রতি অনুষ্ঠিত একটি ব্যাডমিন্টন ম্যাচ পুরো বিশ্বকে অবাক করেছে। কোর্টে দেখা গেল মানুষ বনাম রোবট । সাধারণত ব্যাডমিন্টনকে ক্রীড়াবিদদের দক্ষতা এবং প্রতিক্রিয়ার পরীক্ষা হিসেবে ধরা হয়। কিন্তু এই বিশেষ ম্যাচে প্রযুক্তি এবং মানুষের দক্ষতা একসঙ্গে মিলিত হয়ে নতুন ইতিহাস রচনা করেছে।

প্রযুক্তির ইতিহাসে চীনের বিস্ময়: ২ সেকেন্ডেই ৭০০ কিমি গতির বিশ্বরেকর্ড গড়া ম্যাগলেভ ট্রেন

বিশ্বের পরিবহন প্রযুক্তিতে নতুন এক অবিশ্বাস্য মাইলফলক স্থাপন করল চীন। দেশটির গবেষকদের তৈরি একটি ম্যাগলেভ ট্রেন মাত্র দুই সেকেন্ডের মধ্যেই ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতি অর্জন করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। ট্রেনটির গতি এতটাই বেশি যে কাছ থেকে দেখলেও এক সেকেন্ডের বেশি চোখে ধরা পড়ে না- সচেতন না থাকলে বোঝার আগেই সেটি চোখের আড়াল হয়ে যায়।
- Advertisement -spot_img

আরও প্রবন্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ প্রবন্ধ