রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
- Advertisement -spot_img

TAG

লা লিগা ২০২৫

বার্সেলোনা বনাম গুয়াদালাহারা: ক্রিস্টেনসেন ও র‌্যাশফোর্ডের গোলে বার্সা কোপা দেল রেতে শেষ ষোলোয়

মার্চের উত্তাপ, গুয়াদালাহারা: মঙ্গলবার রাতে তৃতীয় স্তরের ক্লাব গুয়াদালাহারা মাঠে কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করল শিরোপাধারী বার্সেলোনা। যদিও পুরো ম্যাচ জুড়ে বল দখলে রাখার দিক থেকে একচেটিয়া আধিপত্য ছিল কাতালানদের, গোলের দেখা ছিল দেরিতে। অবশেষে ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন এবং ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ড দলের জন্য গোল করে ম্যাচটি শেষ করে দেন।

আলাভেস বনাম রিয়াল মাদ্রিদ: চাপের মধ্যেও জয়ের দেখা রিয়ালের

লা লিগায় টানা হতাশার মধ্যে থাকা রিয়াল মাদ্রিদের জন্য আলাভেসের মাঠে ম্যাচটি ছিল 'জিততেই হবে' সমীকরণ। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর এবং লা লিগায় ধারাবাহিক ফলহীনতার কারণে কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে হার কিংবা ড্র হলে আলোনসোর চেয়ার খারাপ অবস্থার সম্মুখীন হতো।

Latest news

- Advertisement -spot_img