সূরা আদ-দুহা (Al-Duha) হলো কুরআনের ৯৩ নম্বর মক্কী সূরা, যা ১১ আয়াত বিশিষ্ট এবং 'উজ্জ্বল সকাল' অর্থ বহন করে; এ সূরার মাধ্যমে আল্লাহ তাঁর প্রিয় নবীকে সান্ত্বনা দেন যে তিনি তাকে পথভ্রষ্ট করেননি, বরং পথ দেখিয়েছেন, অভাব দূর করেছেন এবং ভবিষ্যতে অনেক নিয়ামত দেবেন এই সূরা হতাশ অন্তরকে শান্ত করে এবং আশা জাগিয়ে তোলে।