লা লিগায় টানা হতাশার মধ্যে থাকা রিয়াল মাদ্রিদের জন্য আলাভেসের মাঠে ম্যাচটি ছিল 'জিততেই হবে' সমীকরণ। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর এবং লা লিগায় ধারাবাহিক ফলহীনতার কারণে কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে হার কিংবা ড্র হলে আলোনসোর চেয়ার খারাপ অবস্থার সম্মুখীন হতো।