ইসমে আজম দোয়া (Isme Azam Dua) ইসলামের অন্যতম শক্তিশালী একটি দোয়া। হাদিস শরীফে বর্ণিত আছে, মহান আল্লাহর এমন একটি নাম বা দোয়া রয়েছে, যা পাঠ করে দোয়া করলে আল্লাহ তা অবশ্যই কবুল করেন এবং যা চাইলে তা-ই দান করেন। সেই মহান নাম বা দোয়াই হলো ‘ইসমে আজম’।