পেট ব্যথা একটি সাধারণ সমস্যা হলেও মুহূর্তের মধ্যে মানুষের কষ্ট বাড়িয়ে দেয়। অনেকে ওষুধ খেয়ে আরাম পেলেও, আবার অনেক সময় মানসিক চাপ, গ্যাস, বদহজম বা অন্যান্য কারণে পেট ব্যথা দীর্ঘস্থায়ী হতে পারে। এমন পরিস্থিতিতে মুসলমান হিসেবে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। ইসলাম আমাদের শিখিয়েছে- যে কোনো কষ্টে বা ব্যথায় দোয়া পড়লে আল্লাহ তাআলা শিফা দান করেন।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর নির্দিষ্ট কিছু দোয়া ও তাসবীহ পাঠ করতেন।
এই দোয়া ও তাসবীহগুলো আল্লাহর রহমত ও নৈকট্য লাভের উত্তম মাধ্যম।