এশিয়ান কাপ বাছাইপর্বে বাদ পড়লেও বাংলাদেশ বনাম ভারত ফুটবল ম্যাচ–এর উত্তাপ কোনোভাবেই কমেনি। দুই প্রতিবেশী দেশের ফুটবল প্রতিদ্বন্দ্বিতা সব সময়ই ভক্তদের মাঝে বাড়তি আবেগ তৈরি করে। এবারও তার ব্যতিক্রম নয়। ম্যাচের আগের দিন দুই দলই করেছে ক্লোজডোর অনুশীলন, বাড়িয়ে তুলেছে রহস্য এবং কৌশলগত প্রস্তুতির গুরুত্ব।