মার্চের উত্তাপ, গুয়াদালাহারা: মঙ্গলবার রাতে তৃতীয় স্তরের ক্লাব গুয়াদালাহারা মাঠে কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করল শিরোপাধারী বার্সেলোনা। যদিও পুরো ম্যাচ জুড়ে বল দখলে রাখার দিক থেকে একচেটিয়া আধিপত্য ছিল কাতালানদের, গোলের দেখা ছিল দেরিতে। অবশেষে ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন এবং ফরোয়ার্ড মার্কাস র্যাশফোর্ড দলের জন্য গোল করে ম্যাচটি শেষ করে দেন।