ঢাকায় শীতকালীন সবজিতে অনিয়ন্ত্রিতভাবে রাসায়নিকের ব্যবহার জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি তৈরি করছে। মুনাফালোভী ব্যবসায়ী ও কিছু কৃষকের অসচেতনতার কারণে বিষাক্ত রাসায়নিক খাদ্যের মাধ্যমে সরাসরি ভোক্তার শরীরে প্রবেশ করছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে সই হওয়া দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MOU) এর অধীনে গম আমদানির তৃতীয় চালান দেশে এসে পৌঁছেছে। সরাসরি সরকারি (G2G) ক্রয়চুক্তির আওতায় আসা এই চালানে ৬০ হাজার ৮৭৫ টন গম রয়েছে, যা শুক্রবার মোংলা বন্দরের বহির্নোঙরে এসে নোঙর ফেলে। শনিবার প্রকাশিত সরকারি তথ্য বিবরণীতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।