বাংলাদেশে রাসায়নিক নিরাপত্তা, জনসুরক্ষা ও আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি)–এর ২৫তম সাধারণ সভা আজ সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–২)’ দেশজুড়ে ব্যাপক সাফল্য অর্জন করেছে। গত কয়েক দিনের টানা অভিযানে পুলিশের তৎপরতায় অপরাধী চক্রে নেমে এসেছে আতঙ্ক, আর সাধারণ মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি ও আস্থার অনুভূতি।