জামায়াতে ইসলামী সংগঠনের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোট নয় তবে সমঝতায় প্রস্তুত তারা। তিনি বলেন, “যদিও আমরা জোটে অংশ নিচ্ছি না, তবুও সমঝোতার মাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ সম্ভব।”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বনানী থানার সরকারি তিতুমীর কলেজের সামনে দলীয় কার্যালয়ে একটি বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প (ফ্রি মেডিকেল ক্যাম্প নারীদের জন্য) সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ক্যাম্পে শত শত নারী ও শিশু বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।