ইসলামি ক্যালেন্ডারের সপ্তম মাস হলো রজব। পবিত্র রমজান মাসের আগমনী বার্তা নিয়ে আসে এই মাসটি। রাসুলুল্লাহ (ﷺ) এবং সাহাবায়ে কেরামের যুগে রজব মাসকে ‘হারাম’ বা সম্মানিত মাস হিসেবে গণ্য করা হতো। তবে দুঃখজনকভাবে, আমাদের সমাজে রজব মাসকে কেন্দ্র করে এমন অনেক আমল ও ফযীলতের কথা প্রচলিত আছে, যার কোনোটিই সহীহ হাদিস দ্বারা প্রমাণিত নয়।
সালাতুত তাসবীহ একটি বিশেষ নফল নামাজ, যেখানে আল্লাহর চারটি যিকর- " সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার " বারবার পাঠ করা হয়। এই নামাজের মাধ্যমে বান্দা তার জীবনের সব গুনাহের ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহর নামের পবিত্রতা, প্রশংসা, মহত্ব,মহিমা ও একত্ব ঘোষণা করে। জেনেনেই সালাতুত তাসবিহ নামাজের নিয়ম সহ সবকিছু।