একসময় ঢাকাই মসলিনের খ্যাতি ছিল সমগ্র বিশ্বে। ফুটি কার্পাস তুলা থেকে সুতা বানিয়ে বয়ন করা হতো অতিসূক্ষ্ম কাপড়। তবে সময়ের সঙ্গে সঙ্গে ঐতিহ্যবাহী মসলিন শিল্প বিলুপ্ত হয়ে যায়। দীর্ঘদিনের বিরতির পরে, বাংলাদেশের কারিগররা এক চমকপ্রদ উদ্যোগে পুনরায় মসলিন শিল্পকে পুনর্জীবিত করেছেন