বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ ও আশাব্যঞ্জক অধ্যায়। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রবিবার সকাল ১০টা ৩৫ মিনিটে বঙ্গভবনে আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর শপথ গ্রহণ করান।