মানবতা, ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের পক্ষে দৃঢ় অবস্থানের স্বীকৃতি হিসেবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ এবং যুদ্ধবিধ্বস্ত গাজায় কর্মরত একদল চিকিৎসক ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এই মনোনয়ন বিশ্বজুড়ে মানবাধিকারের পক্ষে এক শক্তিশালী বার্তা এবং নিপীড়িত মানুষের জন্য আশার আলো হিসেবে দেখা হচ্ছে।