মুসলিম সংস্কৃতিতে একে অপরের সাথে সাক্ষাতে যেমন ‘সালাম’ দেওয়া হয়, তেমনি বিদায়ের মুহূর্তেও একে অপরের জন্য কল্যাণ কামনা করার রীতি রয়েছে। বিদায়ের সময় আমরা অনেকেই “ফি আমানিল্লাহ” (Fi Amanillah) শব্দটি ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন ফি আমানিল্লাহ অর্থ কি এবং কেন এটি বলা এতটা গুরুত্বপূর্ণ?