বাংলাদেশের সমুদ্র বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনের পথে এক ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। আগামী পাঁচ বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে ২২টি আধুনিক মাদার ভেসেল সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে বাংলাদেশি পতাকাবাহী জাহাজের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বড় ভূমিকা রাখবে।