ইন্টার মায়ামির স্বপ্ন পূরণের সারথি লিওনেল মেসি এবার এমএলএস কাপের ট্রফি হাতে উঁচিয়ে ধরলেন। ইন্টার মায়ামির জন্য এটি প্রথম শিরোপা, যা ফুটবলের ইতিহাসে তাদের জন্য এক স্বপ্নময় মুহূর্ত।
মেজর লিগ সকারের সিনসিনাটি বনাম ইন্টার মিয়ামি সেমি-ফাইনালে এক ইতিহাস রচনা হলো। ৪-০ গোলে সিনসিনাটি এফসি-কে পরাস্ত করে প্রথমবারের মতো কনফারেন্স ফাইনালে পৌঁছে গেল ইন্টার মিয়ামি। এই ম্যাচে লিওনেল মেসি, মাতেও সিলভেতি এবং তাদেও আইয়েন্দে মিলে ৪টি গোল করে ইন্টার মিয়ামির জয় নিশ্চিত করেন।