কথায় আছে, 'এক দুয়ার বন্ধ হলে শত দুয়ার খুলে যায়'। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রে এটিই এখন ধ্রুব সত্য। রাজনৈতিক টানাপোড়েন আর বিসিসিআইয়ের কড়াকড়িতে আইপিএল থেকে বাদ পড়লেও বিশ্বমঞ্চে ফিজের চাহিদা যে বিন্দুমাত্র কমেনি, তার প্রমাণ মিলল পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ২০২৬-এর চূড়ান্ত নিলামে জায়গা করে নিয়েছে ৭ জন বাংলাদেশি ক্রিকেটার, তবে দেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার তালিকায় নেই। নিলাম অনুষ্ঠিত হবে আবুধাবিতে আগামী ১৬ ডিসেম্বর, যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের দল শক্তিশালী করার জন্য খেলোয়াড় সংগ্রহ করবেন।