লা লিগায় টানা হতাশার মধ্যে থাকা রিয়াল মাদ্রিদের জন্য আলাভেসের মাঠে ম্যাচটি ছিল 'জিততেই হবে' সমীকরণ। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর এবং লা লিগায় ধারাবাহিক ফলহীনতার কারণে কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে হার কিংবা ড্র হলে আলোনসোর চেয়ার খারাপ অবস্থার সম্মুখীন হতো।
চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ লড়াই রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি- আর এই ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে হোম সমর্থকদের সামনে হতাশ করেছে রিয়াল মাদ্রিদ। গোলের সামনে ধার ফিরে না পাওয়া এবং ডিফেন্সের একের পর এক ভুলে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। সুযোগ নষ্ট, ভুল সিদ্ধান্ত এবং দুর্বল ফিনিশিংয়ের মাঝে উজ্জ্বল ছিল গার্দিওলার ম্যানসিটি।