লম্বা ছুটি মানেই এক নতুন অভিযানের ডাক! যদি আপনি সাধারণ পাহাড় ভ্রমণে একঘেয়ে হয়ে পড়েছেন, তবে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় সাকা হাফং-এর রহস্যময় পথে পা বাড়ান। বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত এই পাহাড় (উচ্চতা: ১,০৬৩ মিটার) শুধু উচ্চতায় নয়, এর অপার্থিব সৌন্দর্য, মেঘের সাগর আর আদিবাসী সংস্কৃতির মিলনমেলায় মুগ্ধ হবেন আপনি।