একটুখানি ভুল হলেই ভেস্তে যেতে পারত বিশ্বকাপের স্বপ্ন। তার উপর স্লোভাকিয়ার বিপক্ষে আগের মুখোমুখি লড়াইয়ের তিক্ত স্মৃতি জার্মানিকে আরও চাপে ফেলে রেখেছিল। কিন্তু লাইপজিগে সেই চাপকে ছাই করে দিলেন সানে–ভল্টামাডারা। গোলের ঝড় তুলেই ৬-০ ব্যবধানে স্লোভাকিয়াকে উড়িয়ে দিয়ে সরাসরি ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিল জার্মানি।