কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক অগ্রযাত্রায় আশাব্যঞ্জক এক খবর এলো দক্ষিণ কোরিয়া থেকে। প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস আগামী ফেব্রুয়ারি থেকেই নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এআই মেমোরি চিপ উৎপাদনের কাজ শুরু করতে যাচ্ছে। এই চিপগুলো ব্যবহার করা হবে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার পরবর্তী প্রজন্মের ‘রুবিন’ এআই অ্যাক্সিলারেটর সিস্টেমে, যা বাজারে আসবে ২০২৬ সালের শেষার্ধে।