ইসলাম একটি সম্পূর্ণ জীবনব্যবস্থা, যেখানে নেতৃত্বের ধারণা কেবল ক্ষমতার চর্চা নয়, বরং আল্লাহর প্রতি দায়িত্বশীলতা ও মানবতার সেবার অঙ্গীকার। ইসলামী নেতৃত্বের মূল ভিত্তি হলো দর্শন (তাওহীদ-ভিত্তিক বিশ্বাস), ঐক্য (উম্মাহর একতা) এবং ধারাবাহিকতা (নবী-রাসূলদের পদাঙ্ক অনুসরণ)। এই তিন স্তম্ভ ছাড়া ইসলামী নেতৃত্বের অস্তিত্ব অকল্পনীয়।