বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে সই হওয়া দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MOU) এর অধীনে গম আমদানির তৃতীয় চালান দেশে এসে পৌঁছেছে। সরাসরি সরকারি (G2G) ক্রয়চুক্তির আওতায় আসা এই চালানে ৬০ হাজার ৮৭৫ টন গম রয়েছে, যা শুক্রবার মোংলা বন্দরের বহির্নোঙরে এসে নোঙর ফেলে। শনিবার প্রকাশিত সরকারি তথ্য বিবরণীতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।