রমজানের মাসে মুসলমানদের জন্য একটি বিশেষ ইবাদত হলো তারাবির নামাজ। এই নামাজটি রাতে এশার সালাতের পর আদায় করা হয় এবং এটি এক ধরনের সুন্নাহ ইবাদত, যা রমজান মাসের প্রতিটি রাতে পড়া হয়। তারাবির নামাজের নিয়ত, রাকাত সংখ্যা, মোনাজাত এবং বিশেষ দোয়াগুলি সম্পর্কে নীচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।