পূজা মানেই নতুন পোশাক, উজ্জ্বল রঙ আর অনাবিল আনন্দ। প্রতিটি পূজার দিনে আমরা নিজেকে সাজিয়ে তুলি রঙিন পোশাকে, যা উৎসবের মাহাত্ম্য আরও বাড়িয়ে দেয়। ঐতিহ্যবাহী শাড়ি, সালোয়ার-কামিজ, ধুতি-পাঞ্জাবি থেকে শুরু করে আধুনিক ফিউশন পোশাক-সবই এই আনন্দময় সময়ের অংশ।