দেশের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে আরেকটি বড় সুখবর এসেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকে। একনেক সভায় মোট ২২টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা। এই প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি ও সামাজিক সেবাখাতে দেশের অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।